রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, রাজশাহী, বার্তা২৪
রাজশাহীর ম্যাপ, ছবি: বার্তা২৪

রাজশাহীর ম্যাপ, ছবি: বার্তা২৪

  • Font increase
  • Font Decrease

রাজশাহীর চারঘাটে ট্রেনে কাটা পড়ে হাবিবুর রহমান (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত হাবিবুর দুর্গাপুর উপজেলার কাঠালবাড়িয়া এলাকার মোজাহার আলীর ছেলে।

বুধবার (২৭ মার্চ) দুপুরের দিকে উপজেলার হলিদাগাছী (সারদা) রেলস্টেশনের দুইশ গজ পূর্বে এ দুর্ঘটনা ঘটে।

হলিদাগাছী (সারদা) রেলস্টেশনের মাস্টার লুৎফর রহমান জানান, বুধবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি দুপুরের দিকে সারদা রেলস্টেশন পার হবার সময় ট্রেনের ধাক্কায় হাবিবুর রহমান নামে এক ব্যক্তি লাইনের উপর পড়ে যান।

এসময় রেলের চাকায় ওই ব্যক্তির দু’টি পা শরীর থেকে বিছিন্ন হয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে তার জামাই রুবেল হোসেন ঘটনাস্থলে এসে তাকে সনাক্ত করেন বলে জানান স্টেশন মাস্টার।

স্টেশন মাস্টার বলেন, ‘ঘটনার পরপরই ঈশ্বরদী জিআরপি থানায় খবর দেওয়া হয়েছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। পরিবারের কাছে তা হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

জানতে চাইলে ঈশ্বরদী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবীর দত্ত জানান, তবে পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

   

‘মামলা তো কুমিল্লায় নাই, স্বাস্থ্যমন্ত্রীর কাছে’



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা
ডা. জহিরুল হক

ডা. জহিরুল হক

  • Font increase
  • Font Decrease

কুমিল্লায় ভুল চিকিৎসায় কিশোরী মিম আক্তার (১৫) নিহত হওয়ার ঘটনায় অভিযুক্ত ডা. জহিরুল হক বলেছেন, মামলা তো এখন কুমিল্লায় নাই, এটা তো স্বাস্থ্যমন্ত্রীর কাছে চলে গেছে।

তিনি বলেন, তাকে স্বাস্থ্য অধিদফতরের ডিজি অফিস থেকে ফোন দিয়েছে। রোকেয়া আপা (স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা) ফোন দিয়েছে। রোকেয়া আপাকে বিষয়টা বুঝিয়ে বলেছি। তিনি বলেছেন- তুই তো কাজ করস নাই, এলাকার মানুষকে বুঝিয়ে সুজিয়ে দে।

অভিযোগের বিষয়ে সোমবার (২৪ জুন) সন্ধ্যায় ডা. জহিরুল হকের নিজ চেম্বার ‘ফেইথ মেডিকেল সার্ভিস এন্ড ডায়াগনস্টিক সেন্টার’-এ বার্তা২৪.কমকে দেওয়া সাক্ষাৎকার শেষে প্রতিবেদকের সামনেই ফোনে জনৈক ব্যক্তির সাথে এসব কথা বলেন। এসময় গোপনে অডিও কথোপকথন ধারণ করে এই প্রতিবেদক।

এসময় কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেনকে ইঙ্গিত করে ডা. জহিরুল হক বলেন, ওসি ফিরোজকে বলেছি, ভাই এই অবস্থা। ওসি বলেছে, ভাই লোক পাঠাবো নাকি আবার?

এরআগে, বার্তা২৪.কমের কাছে আনুষ্ঠানিক বক্তব্য দেন ডা. জহিরুল হক। এসময় অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, আমি রোগীকে অপারেশন করিনি।ডাক্তার এনেস্থিসিয়া (অচেতন) করার পর রোগীর অবস্থা খারাপ হতে থাকে। যার কারণে কুমিল্লা সদর হাসপাতালে পাঠাই। সেখানে নেওয়ার পথে রোগী মারা যায়।

রোগী মৃত্যুর দায় এড়াতে পারেন কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যেখানে আমি ছুড়ি-কাঁচি লাগাইনি, সেখানে মৃত্যুর দায় আমি কেন নিবো? আমি তো ভুল করিনি।

তাহলে ভুলটা কার? জবাবে তিনি বলেন, আমি জানি না। রোগী অপারেশনের সময় কিছু সমস্যা হয়ে যেতেই পারে। সে কারণে যদি ডাক্তার দায়ী হয়, তাহলে কোনো ডাক্তারই অপারেশন করবে না।

এদিকে ঘটনার রাতে মিমের মা লিপি আক্তার বলেন, আমার মেয়ে সুস্থ স্বাভাবিক ছিল। গলায় ছোট একটা টনসিল হয়েছে। অপারেশন থিয়েটারে ঢুকিয়ে ১০ মিনিটের মধ্যে জহির ডাক্তার বের হয়ে বলে আমার মেয়ে হার্ট অ্যাটাক করেছে। তারপর তারাই আমার মেয়েকে সদর হাসপাতালে নিয়ে গেছে। পথে আমার মেয়ে মারা গেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন বার্তা২৪.কম-কে বলেন, এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ হয়নি। তবে সিভিল সার্জনের মাধ্যমে ওই হাসপাতাল বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জেনেছি।

প্রসঙ্গত, গত রোববার রাত ১০টার দিকে কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকায় অবস্থিত হেলথ এন্ড ডক্টরস্ জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসায় মিম আক্তার (১৫) নামে ৭ম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ উঠে। এ ঘটনার পর থেকে হাসপাতালে তালা ঝুলছে।

;

নরসিংদীতে নিখোঁজের ৪ দিন পর শিশুর মরদেহ উদ্ধার, আটক ৩



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নরসিংদী
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

নরসিংদীর পলাশে নিখোঁজের চারদিন পর মাইশা আক্তার নামে সাড়ে ৩ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।  এ ঘটনায় তিনজনকে আটক করেছে র‍্যাব।

মঙ্গলবার (২৫ জুন) সকালে উপজেলার ডাংগা ইউনিয়নের জয়নগর গ্রামের নিজ বাড়ির সেফটি ট্যাংক থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

নিহত মাইশা আক্তার জয়নগর গ্রামের মেহেদী হাসানের মেয়ে। সে শুক্রবার থেকে নিখোঁজ ছিল। এ ঘটনায় সেদিন রাতেই পলাশ থানায় জিডি করা হয়েছে বলে জানায় পুলিশ।

এ ঘটনায় আটককৃতরা হলেন, কুষ্টিয়ার কুমারখালী এলাকার জালাল শেখ (৪৯), তার স্ত্রী মাহফুজা শেখ ও ছেলে বিল্লাল শেখ। তারা সবাই মেহেদী হাসানের বাড়ির ভাড়াটিয়া।

ডাংগা ইউনিয়ন পরিষদের মেম্বার বেলায়েত হোসেন ও পুলিশ জানায়, জয়নগর গ্রামের শিলবাড়ির মোড়ের মেহেদী হাসানের মেয়ে মাইশা শুক্রবার বিকেল থেকে নিখোঁজ ছিল। পরে তাকে কোথাও খুঁজে না পেয়ে এ ঘটনায় রাতেই পলাশ থানায় জিডি করে মাইশার বাবা।

ঘটনার চার দিন পর আজ ভোরে মেহেদী হাসানের ভাড়াটিয়া জামাল শেখ, স্ত্রী মাহফুজা শেখ ও ছেলে বিল্লাল শেখকে আটক করে র‍্যাব। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নিজ বাড়ির সেফটি ট্যাংক থেকে সকাল ৮টার দিকে মাইশার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে মরদেহ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারণে মাইশাকে হত্যা করেছে সে বিষয়ে তাৎক্ষণিক কিছু জানাতে পারেনি পুলিশ।

পলাশ থানার ওসি (তদন্ত) মো: জসিম উদ্দিন বলেন, এ ঘটনায় আজ ভোরে ডাংগা থেকে তিনজনকে আটক করেছে র‍্যাব। তাদের পলাশ থানায় হস্তান্তর করবে র‍্যাব। শিশুকে কি কারণে হত্যা করা হয়েছে তা আটকৃতদের জিজ্ঞাসাবাদ ও তদন্তের পর বিস্তারিত জানাতে পারবো।

;

উইন্ডশিল্ডে ফাটল নিয়ে বিমানের বোয়িং ৭৩৭’র জরুরি অবতরণ



স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
বিমানের বোয়িং/ছবি: সংগৃহীত

বিমানের বোয়িং/ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

উইন্ডশিল্ডে ফাটল নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট (বিজি-১২৭) ঢাকায় জরুরি অবতরণ করেছে।

বিমানের বোয়িং ৭৩৭ উড়োজাহাজটি চট্টগ্রাম থেকে আবুধাবী যাওয়ার পথে সোমবার (২৪ জুন) রাত ১টা ৩০ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

ফ্লাইটটি রাত ১০টা ৪ মিনিটে চট্টগ্রাম থেকে আবুধাবীর উদ্দেশ্যে ছেড়ে যায়। পরবর্তীতে উইন্ডশিল্ডে ফাটল দেখা দিলে উড়োজাহাজটি নরসিংদীর বেলাবো ও ফরিদপুর এলাকার আকাশে অসংখ্যবার চক্কর দেয়। মূলত জরুরি অবতরণের আগে জ্বালানি পুড়াতে এটি করা হয়।

শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানান, যান্ত্রিক ত্রুটি নিয়ে ফ্লাইটটি শাহজালালে নিরাপদে অবতরণ করে। এর আগে উড়োজাহাজটি প্রায় সাড়ে ৩ ঘণ্টা ধরে নরসিংদী ও ফরিদপুরের আকাশে চক্কর দেয়।

;

পরীমনির সঙ্গে অনৈতিক সম্পর্ক: বাধ্যতামূলক অবসরে পুলিশ কর্মকর্তা সাকলায়েন



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
অতিরিক্ত উপ-কমিশনার(এডিসি) গোলাম মোহাম্মদ সাকলায়েন, পরীমনি

অতিরিক্ত উপ-কমিশনার(এডিসি) গোলাম মোহাম্মদ সাকলায়েন, পরীমনি

  • Font increase
  • Font Decrease

আলোচিত চিত্রনায়িকা পরীমনি ইস্যুতে ঢাকা মেট্রোপলিটন গুলশান গোয়েন্দা পুলিশের এডিসি ও বর্তমানে ঝিনাইদহ জেলার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। 

এর আগে সাভারের বোট ক্লাবে পরীমণির ধর্ষণ চেষ্টার ঘটনায় দায়ের করা মামলার তদারকি কর্মকর্তা ছিলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি)র এডিসি গোলাম সাকলায়েন শিথিল। মামলার তদন্তের সূত্রে মামলার বাদী পরীমণির সঙ্গে প্রেমের সম্পর্ক জড়ান সাকলায়েন। এমনকি পরীমণিকে নিয়ে সরকারি বাসায় ১৮ ঘণ্টা সময় কাটানোর ঘটনা প্রকাশিত হওয়ার পর ডিবি থেকে সাকলায়েনকে সরিয়ে দেওয়া হয়। এই ঘটনায় এক বছর তদন্ত শেষে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর পরামর্শ দিয়েছে তদন্ত কমিটি।  

গত ১৩ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলা শাখা ২ এর উপ সচিব রোকেয়া পারভীন জুঁই স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। 

আদেশে বলা হয়,  পরীমনির সঙ্গে অনৈতিক সম্পর্ক ও বাহিনীর শৃঙ্খলা পরিপন্থি কাজের অভিযোগে এডিসি সাকলায়েনের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়। প্রায় একবছর পর সেই কমিটি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। তদন্ত প্রতিবেদনে তার বিরুদ্ধে সরকারী কর্মচারী বিধিমালা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হয়েছে। এ কারণে তদন্ত কমিটি ‘অসদাচারণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে চাকরি থেকে ‘বাধ্যতামূলক অবসর প্রদান’ গুরুদণ্ড দেওয়ার বিষয়ে সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিবকে অনুরোধ করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা গুলশান বিভাগের এডিসি থাকাকালে নায়িকা পরীমণির সঙ্গে পরিচয়, যোগাযোগ শুরু হয় গোলাম সাকলায়েনের। তিনি নায়িকা পরীমণির বাসায় নিয়মিত রাত্রিযাপন করতে শুরু করেন। পুলিশ অধিদপ্তরের এলআইসি শাখা থেকে দেওয়া ফোনের সিডিআর বিশ্লেষণ অনুযায়ী, ২০২১ সালের ৪ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত বিভিন্ন সময়ে (দিনে ও রাতে) নায়িকা পরীমণির বাসায় অবস্থান করেছেন তৎকালীন ডিবির এই কর্মকর্তা।

;