কর্ণফুলীতে নৌকাডুবি, নিখোঁজ ৪

  • স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে যাত্রীবাহী ইঞ্জিনচালিত একটি নৌকাডুবির ঘটনায় অন্তত চারজন নিখোঁজ রয়েছেন। রোববার (৭ এপ্রিল) রাত ৮ টায় এই ঘটনা ঘটে।

নিখোঁজ চারজনের মধ্যে মো.হানিফ (৩৫) ও আকবরের (৪০) বাড়ি ডাঙ্গারচর এলাকায়। অন্য দুই জনের পরিচয় এখনো জানা যায়নি।

বিজ্ঞাপন

চট্টগ্রামের ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন বার্তা২৪.কমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সন্ধ্যায় নৌকাটি কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়নের ডাঙ্গারচরের ১৩ নম্বর ঘাট থেকে নগরীর সল্টগোলার উদ্দেশে ছেড়ে যায়। মাঝনদীতে আসার পর ঢেউয়ের ধাক্কায় ডুবে যায়। নৌকায় মাঝিমাল্লাসহ ১২ জন ছিলেন। নদীতে ভাসমান অন্যান্য নৌকা এসে সেখান থেকে আটজনকে উদ্ধার করেছে। বাকি চারজন এখনো নিখোঁজ রয়েছে।’

বিজ্ঞাপন

রাতে অন্ধকার হওয়ায় রাত ১০টার দিকে ডুবুরিরা উদ্ধার অভিযান স্থগিত করে সোমবার (৮ এপ্রিল) সকালে আবার উদ্ধার অভিযান শুরু করবেন বলেও জানান জসিম উদ্দিন।