মোহাম্মাদপুরের বসিলায় জঙ্গি আস্তানা
আশপাশের ভবনে র্যাবের সতর্ক অবস্থান
রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় সন্দেহভাজন জঙ্গি আস্তানার আশপাশের ভবনে সতর্ক অবস্থান নিয়েছেন র্যাব সদস্যরা। একই সঙ্গে সন্দেহভাজন আস্তানাটিতে দ্রুত সময়ে অভিযান পরিচালনার জন্য প্রস্তুতি নিচ্ছেন র্যাব সদস্যরা।
সোমবার (২৯ এপ্রিল) রাত ৩টা থেকে আস্তানাটি ঘিরে রেখেছে র্যাব সদস্যরা।
র্যাব সূত্রে জানা গেছে, যত দ্রুত সম্ভব র্যাব সদস্যরা জঙ্গি আস্তানাটিতে অভিযান পরিচালনা করবে। তাই আশপাশের ভবনে পূর্ব সতর্কতামূলক অবস্থান নিয়েছেন র্যাব সদস্যরা। এছাড়া ঘটনাস্থলের আশপাশে বেশ কয়েকটি জেমার বসানো হচ্ছে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ করার জন্য।
এদিকে, সরেজমিনে দেখা গেছে, জঙ্গি আস্তানার আশপাশের ৪-৫টি ভবনে র্যাবের সদস্যরা অবস্থান নিয়েছেন। তারা এই সময় ভবনের ছাদ থেকে আস্তানাটি ও এর আশপাশের এলাকার বিভিন্ন ভবন ও সড়কের ওপরে বিশেষ নজর রাখছেন।
এ বিষয়ে র্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান জানান, আমরা অভিযান পরিচালনা করার আগে পূর্ব সতর্কতা মূলক ব্যবস্থা গ্রহণ করছি। নির্দিষ্ট প্রস্তুতি শেষে আমরা আমাদের কার্যক্রম চালাব।
আরও পড়ুন: জঙ্গি আস্তানায় ড্রোন পাঠানো হচ্ছে
আরও পড়ুন: জঙ্গি আস্তানা সন্দেহে বসিলায় একটি বাড়ি ঘিরে রেখেছে র্যাব
আরও পড়ুন: র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে জঙ্গিরা
আরও পড়ুন: টিন শেডের বাড়িতে একাধিক জঙ্গি থাকতে পারে
আরও পড়ুন: বাড়ির কেয়ারটেকার ও মসজিদের ইমামকে আটক