চট্টগ্রামে ঈদের প্রধান জামাত সকাল ৮টায়

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ মসজিদের সর্বশেষ প্রস্তুতি পরিদর্শন করেন মেয়র  আজম নাছির উদ্দিন / ছবি: বার্তা২৪

চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ মসজিদের সর্বশেষ প্রস্তুতি পরিদর্শন করেন মেয়র আজম নাছির উদ্দিন / ছবি: বার্তা২৪

প্রতিবারের মতো এবারও চট্টগ্রাম নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮ টায়। এ ক্ষেত্রে আবহাওয়া প্রতিকূল হলেও স্বস্তিদায়কভাবে মুসল্লিরা ঈদের নামাজ আদায় করতে পারবেন বলে জানিয়েছেন সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

সোমবার (৩জুন) মসজিদের সর্বশেষ প্রস্তুতি পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান। পরিদর্শনকালে কর্মরতদের সঙ্গে কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jun/03/1559553343126.jpg

পরিদর্শন শেষে মেয়র বলেন, ‘বৃষ্টি হতে পারে এ বিবেচনায় সামিয়ানার সঙ্গে ত্রিপল সংযুক্ত করে দিচ্ছি। আর নামাজের স্থানও পাকা। যার কারণে মুষলধারে বৃষ্টি হলেও, এখানে নামাজ আদায়ে ন্যূনতম প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না। এর পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে ফ্যানের ব্যবস্থা রাখছি। স্বস্তিদায়ক পরিবেশে মুসল্লিরা নামাজ আদায় করতে পারবেন।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘সিটি করপোরেশনের উদ্যোগে জমিয়াতুল ফালাহ ঈদগাহ মাঠে প্রথম নামাজ ৮টায় ও দ্বিতীয় নামাজ সকাল ৯টায় অনুষ্ঠিত হয়। অনেক সময় মাঠ ছাড়িয়ে রাস্তায়ও মানুষ নামাজ আদায় করেন। আশা করি দুই নামাজ মিলে দেড় থেকে দুই লাখ মানুষ অংশ নেবে। এতে চট্টগ্রামের গণ্যমান্য ব্যক্তি, মন্ত্রী, সাবেক ও বর্তমান সংসদ সদস্য এবং সরকারে উচ্চপদস্থ কর্মকর্তারা নামাজ আদায় করে থাকেন। এছাড়া নগরীর ৪১টি ওয়ার্ডের কাউন্সিলদের তত্ত্বাবধানে ১৬৪টি স্থানে ঈদ নামাজ অনুষ্ঠিত হবে।’

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jun/03/1559553385310.jpg

নিরাপত্তার বিষয়ে মেয়র বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমম্বয় করে নিররাপত্তা জোরদার করা হয়েছে। পুরো এলাকা ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় আনা হবে। এর পাশাপাশি পুলিশের কন্ট্রোল রুমে সহায়তায় সবকিছু দেখভাল করা হবে। এখনো কিছু কাজ বাকি আছে। আজ (সোমবার) বিকেলের মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হবে।’

ঈদগা মাঠ পরিদর্শনের সময় সিটি করপোরেশনের কর্মকর্তা ছাড়াও স্থানীয় কাউন্সিলররা উপস্থিত ছিলেন।