চট্টগ্রামে তামাকজাত পণ্যের বিজ্ঞাপন প্রচারে সুপার শপের জরিমানা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ছবি: সংগৃহীত

ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ছবি: সংগৃহীত

আইন অমান্য করে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির বিজ্ঞাপন প্রচারের দায়ে বাসকোট সুপার শপকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে একটি রেস্তোরাঁকে নো স্মোকিং সাইনেজ প্রদর্শনের জন্য সতর্ক করা হয়।

মঙ্গলবার (১১জুন) দুপুর একটায় নগরীল খুলশী এলাকায় অবস্থিত সুপার শপে অভিযান চালানো হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযানের নেতৃত্ব দেন।

বিজ্ঞাপন

সুরাইয়া ইসায়সমিন জানান, ধূমপান ও তামাকজাত দ্রব্য আইন অনুযায়ী ধূমপানে উৎসাহী কিংবা প্রদর্শনের নিষিদ্ধ করা হয়েছে। অথচ প্রতিষ্ঠানটি আইন অমান্য করায় জরিমানা করা হয়েছে। এর পাশাপাশি একটি রেস্তোরাঁকে নো স্মোকিং সাইন ব্যবহারের জন্য সর্তক করে দেওয়া হয়েছে।

অভিযানে আরও উপস্থিত ছিলেন স্থায়ীত্বশীল উন্নয়নের সংগঠন ইপসার উপপরিচালক নাছিম বানু শ্যামলী, প্রোগ্রাম অফিসার মো. ওমর শাহেদ হিরো ও অন্যান্যরা।

বিজ্ঞাপন