অনিয়মের জেরে চট্টগ্রামে তিন ফার্মেসির জরিমানা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

অনিয়মের জেরে চট্টগ্রামে তিন ফার্মেসির জরিমানা, ছবি: বার্তা২৪.কম

অনিয়মের জেরে চট্টগ্রামে তিন ফার্মেসির জরিমানা, ছবি: বার্তা২৪.কম

শর্ত অমান্য, অনুমোদনহীন ওষুধ সংরক্ষণ ও বিক্রি এবং ওষুধ সঠিক তাপমাত্রায় সংরক্ষণ না করায় চট্টগ্রামের তিনটি ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভবিষ্যতে এসব নির্দেশনা মেনে চলার জন্য ফার্মেসিগুলোকে সতর্ক করা হয়।

বুধবার (১২ জুন) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল সংলগ্ন কে বি ফজলুল কাদের এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান এ অভিযান পরিচালানা করেন।

বিজ্ঞাপন

তিনি জানান, অভিযানে ইপিক মার্কেটে গাজী ফার্মেসি ও সার্জিক্যাল, সাথী ম্যাডিকেল হল ও ডায়মন্ড ফার্মেসিতে ইস্যুকৃত লাইসেন্স অমান্য করে ব্যবসা পরিচালনা ও অনুমোদনহীন ওষুধ বিদেশি ওষুধ সংরক্ষণ ও বিক্রির প্রমাণ পাওয়া যায়। এছাড়া সাথী মেডিকেল ফার্মেসির লাইসেন্সের মেয়াদ শেষ। এর পাশাপাশি তিনটি ফার্মেসিতেই ওষুধ বিক্রির পর কোনো ক্যাশ মেমো প্রদান করা হচ্ছে না।

অভিযোগ খতিয়ে দেখার পরে গাজী ফার্মেসি ও সার্জিক্যালকে ১৫ হাজার, সাথী মেডিকেল হল ফার্মেসিকে ২০ হাজার এবং ডায়মন্ড ফার্মেসিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। অভিযানে ওষুধ তত্ত্বাবধায়ক হোসাইন মোহাম্মদ ইমরান উপস্থিত ছিলেন।