বড় দুর্নীতি আগে প্রতিরোধের তাগিদ চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

বড় দুর্নীতিগুলো আগে প্রতিরোধ করার তাগিত দিয়েছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আবদুল মান্নান। তিনি বলেছেন, ব্যাংকের টাকা আত্মসাৎ হচ্ছে বড় দুর্নীতি। সেগুলো আগে প্রতিরোধ করতে হবে।

বৃহস্পতিবার (১৩ জুন) চট্টগ্রাম বিভাগীয় কমিশরারের সভাকক্ষে দুর্নীতি দমন বিষয়ক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

আবদুল মান্নান বলেন, ছোট ছোট দুর্নীতির চেয়ে বড় দুর্নীতিতে দেশের ক্ষতি বেশি হচ্ছে। রাষ্ট্রের ক্ষতির কথা বিবেচনা করে আমাদের কাজ করতে হবে। সরকারি দপ্তরের কর্তারা অনিয়ম ও দুর্নীতি না করলে ছোট কর্মকর্তারাও দুর্নীতি করার সাহস পাবে না।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় সং নিজামী, দুর্নীতি দমন কমিশনের (দুদক) চট্টগ্রাম বিভাগের পরিচালক আবদুল করীম, দুদক প্রধান কার্যালয়ের পরিচালক শিরিণ আক্তার প্রমুখ। কর্মশালায় চট্টগ্রাম জেলার সহকারী কমিশনার ও শিক্ষা কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন