রোহিঙ্গাদের মোবাইল ফোন সংযোগ বন্ধের জরুরি নির্দেশ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প, পুরনো ছবি

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প, পুরনো ছবি

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মোবাইল ফোন সংযোগ বন্ধে জরুরি ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

রোববার (১ সেপ্টেম্বর) জারি করা ওই নির্দেশনার প্রেক্ষিতে সোমবার (২ সেপ্টেম্বর) বিটিআরসি উপপরিচালক মো. নাহিদুল হাসানের স্বাক্ষরিত একটি চিঠিতে সাত দিনের মধ্যে সকল মোবাইল ফোন অপারেটরকে রোহিঙ্গাদের সংযোগ বন্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞাপন

চিঠিতে উল্লেখ করা হয়, রাষ্ট্রীয় নিরাপত্তা ও গুরুত্ব বিবেচনা, আইনশৃঙ্খলা রক্ষা ও জনসুরক্ষার স্বার্থে রোহিঙ্গা জনগোষ্ঠী যাতে মোবাইল সুবিধাদি না পায় এ বিষয়টি নিশ্চিত করার জন্য মোবাইল অপারেটর সমূহকে নির্দেশনা প্রদান করা হয়েছিল। কিন্তু কমিশন রোহিঙ্গা জনগোষ্ঠী কর্তৃক ব্যাপক হারে সিম/রিম ব্যবহার সম্পর্কে জানতে পারে। এমতাবস্থায় তাদের সকল ধরনের মোবাইল সেবা সুবিধা বন্ধের জরুরি নির্দেশ দেয়া হলো।