কয়লা কেলেঙ্কারিতে জড়িতদের ছাড় নয়

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বড় পুকুরিয়ায় যারা কয়লা কেলেঙ্কারিতে জড়িত তাদের ছাড় দেওয়া হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে খুবই কঠোর মনোভাব প্রকাশ করেছেন। জড়িতদের শাস্তি হবে।

প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী মঙ্গলবার (২৪ জুলাই) সচিবালয়ে জেলা প্রশাসক সম্মেলনে বৈঠক শেষে একথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, তাদের অপকর্মের জন্য হাজারো মানুষ ভোগান্তিতে পড়েছে। অপরাধ প্রমাণ হলে জড়িতদের ছাড়া হবে না।  কত দিন ধরে এটা চলছে তার তদন্ত হচ্ছে।

বড়পুকুরিয়ায় একমাসের মধ্য কয়লা উত্তোলন করে বিদ্যুৎকেন্দ্র চালু করা হবে। এর মাঝে কিছুটা লোডশেডিং হবে, তবে কখন কোথায় হবে তা জানিয়ে দেওয়া হবে বলে জানান ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী।