কিশোরগঞ্জ এস.ভি বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি মঙ্গলবার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কিশোরগঞ্জ: শতবর্ষস্পর্শী ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কিশোরগঞ্জ এস.ভি. সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে মঙ্গলবার (৭ আগস্ট) বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ উপলক্ষ্যে মানুষ, প্রকৃতি ও উন্নত জীবন বিষয়ক একটি আলোচনা সভাও বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।

বৃক্ষরোপণ ও আলোচনা অনুষ্ঠানের উদ্বোধন করবেন কিশোরগঞ্জের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মো. সাঈদ। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিতি থাকবেন বার্তা২৪.কমের কন্ট্রিবিউটিং এডিটর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মাহফুজ পারভেজ। বিশেষ অতিথি থাকবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহনাজ কবীর।

বিজ্ঞাপন

বাংলাদেশ মানবাধিকার নাগরিক ফোরামের প্রধান, বিশিষ্ট কলামিস্ট আহমাদ ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান আলোচক বিশিষ্ট আইনজীবী ও প্রবীণ রাজনীতিবিদ ভূপেন্দ্র ভৌমিক দোলন। আলোচনায় অংশ নেবেন জেলা প্রেসক্লাব সভাপতি মোস্তফা কামাল ও জেলা ক্যাব সভাপতি আলম সারোয়ার টিটু।

মানবাধিকার সংগঠক তারেক মিনহাজ কোরায়শী ছোটনের সঞ্চালনায় আলোচনা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে ফলদ ও বনজ বৃক্ষ রোপণ করা হবে।