রোহিঙ্গা ইস্যুতে কাজ করবে কমনওয়েলথ

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ঢাকা: জলবায়ু পরিবর্তন ও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের সঙ্গে কাজ করবে কমনওয়েলথ।

সফররত কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড বৃহস্পতিবার (৯ আগস্ট) সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমাদের সকলকে একত্রিত হয়ে রোহিঙ্গাদের স্বসম্মানে নিজ দেশে প্রত্যাবাসন করাতে হবে। ৫৩ জাতির কমনওয়েলথ সদস্য রাষ্ট্রগুলোকে একজোট হয়ে কাজ করার বিকল্প নেই বলেও জানান।

আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে কমনওয়েলথ সন্তুষ্ট।