ট্রাফিক সপ্তাহ বাড়লো আরো ৩ দিন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ঢাকা: ট্রাফিক সপ্তাহের ইতিবাচক ফলাফল আসার ফলে, সেটা চলমান রাখা ও টেকসই করার জন্য আরো ৩ দিন বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া।

শনিবার (১১ আগস্ট) ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান।

বিজ্ঞাপন

আছাদুজ্জামান মিয়া বলেন, আজ শনিবার ১১ আগস্ট ট্রাফিক সপ্তাহ শেষ হবার কথা ছিল। আমরা সেটা বাড়িয়ে ১২- ১৪ আগস্ট পর্যন্ত বর্ধিত করেছি। আশা করি আমরা সড়কে শৃঙ্খলা ফেরাতে পারবো।

ডিএমপি কমিশনার বলেন, ব্যক্তি, পেশা, অবস্থান থেকে আমরা বের হয়ে এসে, নিরপেক্ষ এবং কঠোর ট্রাফিক আইন প্রয়োগ করতে পেরেছি।

তিনি বলেন, গত ৬ দিনে ৫২ হাজার ৪১৭ টি গাড়িকে মামলা দেওয়া হয়েছে। ১১ হাজার ৫০৪ জন চালকের বিরুদ্ধে মামলা হয়েছে। ফিটনেসের অভাবে ৫ হাজার ৫৭২ টি গাড়িকে ডাম্পিং করা হয়েছে। সবকিছু মিলে ৩ কোটির উপর রাজস্ব আদায় হয়েছে।

নিরাপদ সড়ক আন্দোলনের প্রসঙ্গ তুলে এই পুলিশ কমিশনার বলেন, কোমলমতি শিশুরা আমাদের চোখ খুলে দিয়েছে। আমরা সড়কে শৃঙ্খলা ফেরাতে চেষ্টা করছি। তবে নানা অজুহাতে সড়ক অবরোধ করে দাবি আদায় করতে চাইলে, তা হতে দেওয়া হবে না। আমরা এটা করতে দিবো না। এতে সীমাহীন দুর্ভোগ তৈরি হয়।