শনিবার (১১ আগস্ট) দুপুর ১টার সময় বাসাবাড়ির বৈদ্যুতিক চুলা থেকে এ আগুনের সূত্রপাত। এতে প্রায় ৩ শতাধিক বাড়ি পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির মূল্য প্রায় কোটি টাকার উপরে বলে জানিয়েছে স্থানীয়রা।
বিজ্ঞাপন
বান্দরবান ফায়ার সার্ভিস অফিসের কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, বান্দরবান ফায়ার সার্ভিস, পুলিশ, সেনাবাহিনী ও এলাকাবাসীর সম্মিলিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ ঘটনায় কেউ নিহত বা আহত হয়নি।
এদিকে আগুন লাগার খরব পেয়ে জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন ।
রাজশাহীতে কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রক্সিকাণ্ডের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাদের গ্রেফতার করেন। পরে রাতে মহানগরীর রাজপাড়া থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলার বাদী রাজশাহী জেলা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জিলালুর রহমান।
গ্রেফতারকৃতরা হলেন, কুমিল্লার বুড়িচং থানার পশ্চিম সিংহ গ্রামের সুমন মিয়া (২৪), রাজশাহীর বাগমারা উপজেলার বাঙ্গালপাড়া গ্রামের মো. রাকিব (১৯) এবং রাজশাহী মহানগরীর বাকির মোড় এলাকার তৌফিকুর রহমান (৩৫)।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাজশাহী জেলা ডিবি পুলিশের পরিদর্শক রুহুল আমিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার সকালে রাজশাহী শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষা চলছিল।
পরীক্ষার সময় পরিদর্শকের নজরে আসে, পরীক্ষার্থী সুমন মিয়ার সঙ্গে তার প্রবেশপত্রে থাকা ছবির মিল নেই। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সুমন স্বীকার করেন, তিনি রাকিবের হয়ে পরীক্ষা দিতে এসেছেন। পরে ডিবি পুলিশের একটি দল সুমনকে পরীক্ষা কেন্দ্র থেকে আটক করে। তার দেওয়া তথ্য অনুযায়ী, মূল পরীক্ষার্থী রাকিব এবং তার সহযোগী তৌফিকুরকে পুলিশ লাইন সংলগ্ন নদীর পাড় থেকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদের সময় সুমন মিয়া জানান, তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছেন এবং চাকরির খোঁজে আছেন। তবে টাকার বিনিময়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রক্সি দেওয়ার কাজেও তিনি জড়িত।
পুলিশ জানায়, মামলার পর গ্রেফতারকৃত ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পান চাষে ঝুঁকছেন নীলফামারীর কিশোরগঞ্জের কৃষকেরা। এ অঞ্চলের বেলে দোআঁশ মাটি হওয়ায় সব ধরনের ফসলের ভালো ফলন হয়ে থাকে। চলতি বছরে পান চাষ করে হাসি ফুটেছে এ অঞ্চলের কৃষকদের মুখে। এ অঞ্চলের কৃষিজমিতে পানি জমার সম্ভাবনা কম থাকায় পানের বরজে পানি জমার সম্ভবনা থাকে না। এতে লাভজনক হওয়ায় এ অঞ্চলে কৃষকেরা মিঠা জাতের পান চাষ করে সাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন ।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে উপজেলার মাগুড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, কৃষকেরা পান চাষ করে পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। কয়েকজন কৃষক নিজের কয়েক বিঘা জমিতে পান চাষ করেছেন। সেখানে ছোট-বড় মিলে প্রায় ১০টি পানের বরজ রয়েছে। ধান, গম, ভূট্টা চাষের থেকে পান চাষে খরচ কম ও অধিক লাভ হওয়ায় এ অঞ্চলের কৃষকেরা পান চাষে আগ্রহী হচ্ছেন।
তবে পান চাষীদের অভিযোগ, কৃষি অধিদফতর চাষীদের কাছে কোনো ধরনের সহায়তা পৌঁছান না। নিয়মিত পান চাষিদের পরামর্শ কিংবা সহায়তা করলে আরও ভালো ফলন হবে বলে আশা করছেন তারা।
আরও জানা যায়, চাষ হওয়া এ অঞ্চলের পান ৬ থেকে ৭ মাসের মধ্যে তুলে স্থানীয় বাজারের চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন বাজারে পাইকাররা নিয়ে সরবরাহ করেন। এক পানের বরজ তৈরি করে ১৫ থেকে ২০ বছর পান সংগ্রহ করা যায়।
মাগুড়া সবুজপাড়া এলাকার পান চাষি মঞ্জু মিয়া জানায়, আমার এক বিঘা জমিতে পানের বরজ করেছি। পানের বরজ তৈরির ৬ বছর হচ্ছে, আমি পান তুলে বাজারে বিক্রি করছি। এসব পান চাষে অন্যান্য ফসলের থেকে খরচ খুবই কম। পানের এক বরজ চাষ করে ১৫-২০ বছর পান সংগ্রহ করা যায়। পান চাষের আগে আমি ধান, ভূট্রা থেকে তেমন লাভ করতে পারিনি কখনো কখনো লস হয়ে যেত। পান চাষে করে আমি ব্যাপক আর্থিক লাভবান হয়েছি। এখান থেকে আমি চাইলে সপ্তাহে কিংবা মাসে পান তুলে বিক্রি করতে পারি। আমার এক বিঘার জমির পানের বরজে বছরে ৫ লাখ টাকা আয় হয়। এখন পান চাষ করে আমি সাবলম্বী হচ্ছি।
আরেক পান চাষী আব্দুর সালাম বলেন, বর্তমান সময়ে পান চাষ লাভজনক হয়ে উঠেছে। আমি আমার ২০ শতক জমিতে পান চাষ করেছি। সেখানে পান চাষ করে আমি সাবলম্বী হচ্ছি, আমি সপ্তাহে সপ্তাহে পান তুলি। আমার এখানে এসে বাজারের পাইকাররা পান কিনে নিয়ে যায়। আমাদের এলাকায় এখন অনেকে পান চাষে আগ্রহী হচ্ছেন। তবে কৃষি অফিস থেকে আমাদের তেমন সহায়তা করা হয় না ভালোভাবে সহায়তা করলে আমাদের ফলন আরও ভালো হত আমরাও লাভবান হতাম। আমাদের পাশের উপজেলায় মানুষ পান চাষ করেছে সেটা দেখে আমরা অনেকে পান চাষ চাষে আগ্রহী হয়েছি।
উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম বার্তা২৪.কমকে বলেন, এ অঞ্চলের কৃষকেরা পান চাষ করে লাভবান হচ্ছেন। তারা বাজারে পান নিয়ে যান বাসায় টাকা নিয়ে আসেন। পানের বরাজ তৈরির ৬-৭ মাসের মধ্যে তা তুলে বাজারে বিক্রি করা যায়। যেভাবে পান চাষ এগিয়ে যাচ্ছে সেটা অচিরে স্থানীয় বাজার জাত হয়ে দেশের বিভিন্ন জায়গায় যাবে। কৃষি অফিস থেকে পান চাষীদের পরামর্শ দিয়ে বিভিন্ন ভাবে সহায়তা করছি। আমরা ঊর্ধ্বতন কতৃপক্ষকে জানিয়েছি সেখান থেকে কিছু সহায়তা আসলে তাদের দেওয়া হবে।
মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে আব্দুর রহিম (৩) ও সাফানা আক্তার (৪) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের চর বাচামারা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু একই ইউনিয়নের চরবাচামারা কান্দি গ্রামের সারোয়ার হোসেনর ছেলে ও মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টার সময় শিশু দুটি বাড়ির পাশে খেলছিল। খেলতে খেলতে পরিবারের সদস্যদের অগোচরে শিশু দুটি অসাবধানতাবশত পুকুরের পানিতে তলিয়ে যায়। কিছু সময় পর পরিবারের লোকজন শিশুদের না পেয়ে খুঁজতে থাকে। পরে পুকুরের পানিতে শিশু দুটিকে ভাসতে দেখে এলাকাবাসী। পরে স্থানীয়রা উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক আশিকুল ইসলাম দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
শিবচর থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ভারতের উত্তর প্রদেশের সামভালে সম্প্রতি একটি ঐতিহ্যবাহী মসজিদ দখলের বিরোধিতা করে স্থানীয় মুসল্লিরা প্রতিবাদ জানালে পুলিশ নির্বিচারে গুলি চালায়। গুলিতে তিন মুসল্লি নিহত হওয়ার কড়া প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। হেফাজতের নেতৃবৃন্দ জানান, বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক গড়তে হলে ভারতকে অবশ্যই তার দেশের সংখ্যালঘু মুসলিমদের ওপর দমন-পীড়ন বন্ধ করতে হবে। প্রতিবেশী হিসেবে বাংলাদেশের মতো একটি অসাম্প্রদায়িক রাষ্ট্রের জনগণের সঙ্গে সুসম্পর্ক গড়তে হলে ভারতের শাসকগোষ্ঠীকে এমন ইসরায়েলি আচরণ অবশ্যই পরিহার করতে হবে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজেদুর রহমান এক যৌথ বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে তারা জানান, ভারতের উত্তর প্রদেশের সামভালে কয়েক শতাব্দীর পুরোনো একটি ঐতিহাসিক জামে মসজিদের জমি দখলের নয়া চক্রান্ত শুরু করেছে উগ্র হিন্দুত্ববাদীরা। এতে স্থানীয় মুসল্লিরা বাধা দিতে গেলে তাদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ করে মুসলিমবিদ্বেষী ফ্যাসিস্ট যোগী আদিত্যনাথের পুলিশ বাহিনী। এতে তিন মুসলিম শহীদ হন। এমন নৃশংস হত্যাকাণ্ডের আমরা কড়া প্রতিবাদ জানাচ্ছি।
নেতৃবৃন্দ আরও বলেন, প্রতিবেশী হিসেবে বাংলাদেশের মতো একটি অসাম্প্রদায়িক রাষ্ট্রের জনগণের সঙ্গে সুসম্পর্ক গড়তে হলে ভারতের শাসকগোষ্ঠীকে এমন ইসরাইলি আচরণ অবশ্যই পরিহার করতে হবে। নিজ দেশের নাগরিকের রক্ত যাদের হাতে লেগে আছে, তাদের আমরা প্রতিবেশী হিসেবে ভাবতে লজ্জা পাই। বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক গড়তে হলে ভারতকে অবশ্যই তার দেশের সংখ্যালঘু মুসলিমদের ওপর দমন-পীড়ন ও খুনযজ্ঞ বন্ধ করতে হবে।
তারা বলেন, ভারতের শাসকগোষ্ঠী প্রতিবেশী দেশ থেকে পালিয়ে আসা গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনাকে বন্ধু হিসেবে আশ্রয় দিয়ে বাংলাদেশের জনগণের সাথে আবারো শত্রুতার পরিচয় দিয়েছে। ভারতকে তার সামগ্রিক ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী নীতি বদলাতে হবে। প্রতিবেশী রাষ্ট্রে দাঙ্গা লাগানোর উসকানি ও মদদ দেয়া থেকেও ভারতকে বিরত থাকতে হবে।
তারা আরো বলেন, ভারতে হরহামেশা মুসলমানদের মসজিদ ও বাড়িঘর গুঁড়িয়ে দেয়া হচ্ছে। ইসরাইলি কায়দায় মুসলমানদের জমি দখল করা হচ্ছে। বাবরি মসজিদকে নৃশংসভাবে ধ্বংস করা হয়েছিল। জ্ঞানবাপী মসজিদের জমি দখল নিয়েও হিন্দুত্ববাদীদের চক্রান্ত চলমান। এসব বন্ধে ভারতের শাসকগোষ্ঠীকে উদ্যোগ নিতে হবে। তা নাহলে দক্ষিণ এশিয়ার কোনো প্রতিবেশী রাষ্ট্রই ভারতকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারবে না।