মেঘনার অস্বাভাবিক জোয়ারে নিম্নাঞ্চল প্লাবিত

  • ডিস্ট্রিক করেসপন্ডেন্ট
  • |
  • Font increase
  • Font Decrease

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে মেঘনা নদীতে অস্বাভাবিকভাবে জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে। এতে জেলার কমলনগর, রামগতি, সদর ও রায়পুরের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (১৪ আগস্ট) সন্ধ্যায় কমলনগর উপজেলার চরমার্টিন ও চর লরেঞ্চসহ কয়েকটি এলাকা জোয়ারের পানিতে প্লাবিত হয়। এ সময় মানুষের বসতঘর ও রাস্তা-ঘাটের ওপর দিয়ে পানির স্রোতে বয়ে গেছে। এতে আতঙ্কে রয়েছে স্থানীয় বাসিন্দারা।

বিজ্ঞাপন

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Aug/15/1534301594289.jpg

এদিকে নদীর জোয়ারের পানি থেকে উপজেলাটি রক্ষার জন্য কোনো বেড়িবাঁধ নেই। এরজন্যই প্রতিবছর উপজেলার চরমার্টিন, চরফলকন, সাহেবের হাট ও চর লরেঞ্চ ইউনিয়নের নিম্নাঞ্চল ডুবে যায়। জোয়ারের পানিতে ভাসলেও কেউই খবর নিতে আসে না বলে স্থানীয়দের অভিযোগ।

বিজ্ঞাপন

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Aug/15/1534301610555.jpg

চরমার্টিন গ্রামের স্কুল শিক্ষার্থী আলমগীর হোসেন বলেন, ‘মেঘনায় জোয়ারের পানির উচ্চতা বেড়েছে। এতে পুরো এলাকা ডুবে গেছে। আমাদের বাড়িতে হাটু পরিমাণ পানি উঠেছে। এলাকার রাস্তাগুলোর খুব করুণ অবস্থা। তাও যদি রাস্তাগুলো উঁচু হতো তাহলে মোটামুটি হাঁটাচলা করা যেত। এখন তাও সম্ভব হচ্ছে না।’
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Aug/15/1534301631487.jpg

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ হোসেন বলেন, ‘জোয়ার ঠেকানোর জন্য মজবুত বেড়িবাঁধ দরকার। বিষয়টি আমি পানি উন্নয়ন বোর্ড ও জেলার সমন্বয় সভাতে জানাব।’