মুজিব কোটে কয় বোতাম?

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ঢাকা:  হাতাবিহীন, হাইনেক, নিচে দুটি পকেট, কালো রঙের কোট- এই কালজয়ী পোশাকের নাম মুজিব কোট। সাদা পাঞ্জাবি আর আর পাজামার ওপর এই কোট পরতেন স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আধুনিক কালের রাজনীতিবীদদের কাছেও সমান কদর এই মুজিব কোটের। যা অনেকটা আইকনিক মর্যাদায় অধিষ্ঠিত। বিশেষ করে আওয়ামী লীগের নেতারা আদর্শ ও ঐতিহ্যের ধারাবাহিকতায় এটি পরিধান করেন। অন্যদিকে তরুণ প্রজন্মও মুজিব কোটকে নানা স্টাইলের আদলে পরে থাকে।  

দৃশ্যমান ৫ টি বোতামের এই কোটের আবেদন যেন সব সময়। বঙ্গবন্ধুর পরিধেয় এই কোটের বোতাম সংখ্যা নিয়ে রয়েছে মতভেদ। তবে বাঙালির এই সূর্য সন্তানের গায়ে দেওয়া এই কোটের সব ছবি দেখা যায়, ৫ টি বোতাম দৃশ্যমান।

বিজ্ঞাপন

অনেকের দাবি, শেখ মুজিব ৬ বোতামের কোট পরতেন। যার সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে ১৯৬৬ সালে ঘোষিত বাঙালির মুক্তির সনদ ৬ দফার। তবে যারা বঙ্গবন্ধুকে খুব কাছ থেকে দেখেছেন, ঘনিষ্ঠজন এবং বর্তমানে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা তারা বলছেন- বঙ্গবন্ধুর পরিহিত কোটের সঙ্গে ৬ দফার কোন যোগসূত্র নেই।

ঠিক একই ধরণের কোট প্রচলন শুরু হয় জওহরলাল নেহুরু থেকে। চট্টগ্রামের প্রবীণ আওয়ামী লীগ নেতাদের প্রায় সবার মুজিব কোট সেলাই হয়েছে খাজা টেইলার্স থেকে। এই টেইলার্সের স্বত্বাধিকারী শাহেদ সেলিম জানান, তিনি এতদিন ৫ বোতামেই মুজিব কোট বানিয়ে আসছেন। এটা নিয়ে কেউ কোন প্রশ্ন করে নাই।

বিজ্ঞাপন

তিনি বলেন, ইদানিং কিছু কাস্টমার আসছে যারা এসে বলছেন ৬ বোতাম দিতে হবে। কারণ এখানে ৬ দফার চিহ্ন আছে। তারপর ইন্টারনেটে অনেক ঘাটাঘাটি করলাম। বঙ্গবন্ধুর বহু ছবি দেখলাম। সেখানেও দেখি ৫ বোতামে মুজিব কোট পরতেন শেখ মুজিবুর রহমান’।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Aug/15/1534315854604.jpg

চট্টগ্রামের অনেক বর্ষীয়ান নেতাদের মুজিব কোট বানিয়েছেন তিনি। সেসবেও ৫ টি বোতাম ছিলো। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য প্রয়াত আতাউর রহমান খান কায়সার, সাবেক মেয়র মহিউদ্দিন, বতমান মেয়র আ জ ম নাসিরসহ সবাইকে ৫ বোতামে মুজিব কোট বানিয়ে দিয়েছি -বলে যোগ করেন শাহেদ।

বঙ্গবন্ধুকে কাছ থেকে দেখেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে তিনি মুজিব বাহিনীর অঞ্চল ভিত্তিক দায়িত্বপ্রাপ্ত চার প্রধানের একজন ছিলেন। স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সচিবের দায়িত্ব লাভ করেন।

বার্তা২৪.কমকে এ বিষয়ে তিনি বলেন, ‘মুজিব কোটের সঙ্গে ৬ দফার কোন সম্পর্ক নেই। তবে আমরা একটু লম্বা পরি । শেখ মুজিবুর একটু খাটো টাইপের কোট পরতেন। সেখানে ৫ টি বোতামই ছিলো।

আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরর বহু মুজিব কোট রয়েছে। দলীয় সব জায়গায় তাকে মুজিব কোটে বেশি দেখা যায়। তার সব কোট দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে তিনি ৫ টি বোতামের কোট পরছেন।

আওয়ামী লীগের পোশাকে এ স্বতন্ত্র ঐতিহ্য আর সৌন্দর্যের ধারা বয়ে নিয়ে চলছেন তরুণ রাজনীতিবীদরা। তাদের পোশাকেও ভেসে উঠছে শেখ মুজিবুর রহমান। এতেও ৫ টি বোতামের ব্যবহার দেখা যাচ্ছে।

বঙ্গবন্ধুর দৌহিত্র সজিব ওয়াজেদ জয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মানসপত্র তৎকালীন আওয়ামী স্বেচ্ছাসেবক বাহিনীর প্রধান আব্দুর রাজ্জাকের ছেলে সংসদ সদস্য নাহিম রাজ্জাকসহ এ প্রজন্মের সব আওয়ামী লীগ নেতাদের মুজিব কোটে ৫ বোতাম দেখা যায়।