লক্ষ মুজিব জাগে

  • জাহাঙ্গীর আলম জাহান
  • |
  • Font increase
  • Font Decrease

লক্ষ মুজিব জাগে

চিরচেনা পাইপটি নিয়ে সিঁড়ির কাছে এসে
কী চাস তোরা? বলেই তিনি রক্তে গেলেন ভেসে।
ঘৃণ্য ঘাতক বুক বরাবর ছুড়লো গুলি যেই-
সেদিন থেকে আর আমাদের জাতির পিতা নেই।

বিজ্ঞাপন

কে বলে রে নেই মুজিবুর, নেই আমাদের জনক
প্রাণ হারিয়ে নাড়িয়ে গেলেন বিশ্ববাসীর টনক।
এক মুজিবুর থেকে এখন লক্ষ মুজিব জাগে
জাতির জনক আজও আছেন যেমন ছিলেন আগে।