মার্কিন দূতের গাড়ি বহরে হামলার  ব্যবস্থা নেবে বাংলাদেশ

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বাংলাদেশে নিযুক্ত বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়ি বহরে হামলার বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

আইন-শৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করার পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঘটনার পরে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ফলে মার্কিন দূতাবাস সন্তোষ প্রকাশ করেছে। এ ঘটনায় বাংলাদেশ নিন্দা জানায়।  সব কূটনীতিকদের নিরাপত্তা দিতে বাংলাদেশ  বদ্ধপরিকর।

৫ আগস্ট বাংলাদেশে যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে জানানো হয় রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িকে লক্ষ্য করে মোটরসাইকেল আরোহীসহ একদল দুর্বৃত্ত হামলা চালিয়েছে।

৪ আগস্ট রাতে রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকায় হওয়া হামলায় রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট, তাঁর গাড়িচালক ও নিরাপত্তা কর্মকর্তাদের কোনো ক্ষতি না হলেও দুটি গাড়ির কিছুটা ক্ষতি হয়েছে।
এ ঘটনায় পেশাগত দায়িত্ব পালনের জন্য ঢাকা মহানগর পুলিশ ও নিরাপত্তা কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে মার্কিন দূতাবাস। কারা হামলা চালিয়েছে, এ বিষয়ে কিছু জানা যায়নি।