ভারতের রাষ্ট্রপতির সঙ্গে বিমান ও পর্যটন মন্ত্রীর সাক্ষাৎ 

  • স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

 
উপমহাদেশে ধর্মীয় পর্যটন বিকাশে গুরুত্বারোপ
 
ঢাকা: ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল। গতকাল শনিবার বিকেলে নয়াদিল্লীতে রাষ্ট্রপতি ভবনে দু’জনের মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়, মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। 
 
সূত্র জানায়, এ সময় পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল উপমহাদেশে ধর্মীয় পর্যটন বিকাশের ওপর গুরুত্বারোপ তিনি বলেন, উপমহাদেশে পর্যটনের বিকাশে ধর্মীয় পর্যটন (রিলিজিয়াস ট্যুরিজম) একটি অন্যতম অনুষঙ্গ হতে পারে। আর এ ক্ষেত্রে একসময়ে উপমহাদেশের বৌদ্ধ ধর্মের ঐতিহ্যবাহী স্থাপনাগুলো হতে পারে গুরুত্বপূর্ণ পর্যটন স্পট।  
 
সাক্ষাৎকালে তাঁরা একটি আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সম্পর্কোন্নয়ন, অর্থনৈতিক সমৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে পর্যটন খাতের কার্যকর ভূমিকার উপর গুরুত্বারোপ করেন।    
ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত ষষ্ঠ আন্তর্জাতিক বুদ্ধিস্ট সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে মন্ত্রী সেখানে অবস্থান করছেন। ২৩ আগস্ট শুরু হওয়া এ সম্মেলন রোববার শেষ হয়েছে।