উইন্ডোজ ব্যবহারকারীদের মাইক্রোসফটের সতর্কতা

  • টেক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

উইন্ডোজ অপারেটিং সিস্টেমে সাইবার হামলা, ছবি: সংগৃহীত

উইন্ডোজ অপারেটিং সিস্টেমে সাইবার হামলা, ছবি: সংগৃহীত

উইন্ডোজ ব্যবহারকারীরা ম্যালওয়্যার অ্যাটাক ‘ফ্লডঅ্যামির‍্যাট’ নামের সাইবার হামলার শিকার হতে পারেন বলে সতর্কতা জানিয়েছে মাইক্রোসফট।

একটি ম্যালাশিয়াস বা ত্রুটিপূর্ণ কোরিয়ান ভাষায় মেইলের মাধ্যমে কম্পিউটারে সাইবার হামলা ঘটে।

বিজ্ঞাপন

একজন ব্যবহাকারী জানান, মেইলের অ্যাটাচমেন্ট ফাইলটি ডাউনলোড করলে পুরো কম্পিউটারে অসংখ্য ম্যাক্রো ফাংশন ছড়িয়ে পড়ে। পরবর্তীতে একটি ডিজিটাল ফাইল কম্পিউটারে ডাউনলোড হয়ে সরাসরি কম্পিউটার সিস্টেম ও মেমোরি ড্রাইভে প্রভাব ফেলে। মেইলে যে ফাইলটি পাঠানো হয় তা কোনো ব্যবহারকারী একবার ডাউনলোড করে নিলে হ্যাকাররা তখন দূর থেকেই কম্পিউটারটি নিয়ন্ত্রণ করতে পারবে বলে জানায় মাইক্রোসফট।

মাইক্রোসফটের নিরাপত্তা কৌশল জানায়, এই হামলা সম্পর্কে তারা ইতোমধ্যে অবগত হয়েছেন।

বিজ্ঞাপন

মাইক্রোসফট এক বিবৃতিতে জানায়, ‘মাইক্রোসফট থ্রেট প্রোটেকশন’ গ্রাহকদেরকে এই সাইবার হামলা থেকে রক্ষা করেছে। অন্যদিকে ক্লাউড ভিত্তিক মেশিন লার্নিং প্রোটেকশন সিস্টেমে মাইক্রোসফট ডিফেন্ডার সাইবার হামলা থেকে প্রাথমিকভাবে নিরাপত্তা দিয়েছে।

সূত্র: গ্যাজটস নাও