ছবি থেকে গুগলের অনুবাদে বাংলা ভাষা

  • টেক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বাংলাসহ আরও ৬০টি ভাষা গুগল ট্রান্সলেট ক্যামেরা ফিচারে , ছবি: প্রতীকী

বাংলাসহ আরও ৬০টি ভাষা গুগল ট্রান্সলেট ক্যামেরা ফিচারে , ছবি: প্রতীকী

গুগলের অন্যসব প্রোডাক্টের মধ্যে গুগল ট্রান্সলেট একটি অন্যতম জনপ্রিয় সার্ভিস। যেসব দেশের নামও হয়ত জানা নেই কিন্তু সেই দেশে কোন বস্তুকে কি বলে তা সহজেই জেনে নেওয়া যায় গুগল ট্র্যান্সলেট থেকে।

এর ক্যামেরা ফিচারটি আরও অসাধারণ কাজ করে, যা কিনা শুধু ছবির ওপর ক্যামেরা ধরলেই সেখানের লেখা শনাক্ত করে তার অনুবাদ অথবা অর্থ বলে দিতে পারবে।

বিজ্ঞাপন

এবার গুগল ট্রান্সলেট এর ক্যামেরা ফিচারে বাংলা, হিন্দি এবং আরবি সহ নতুন আরো ৬০ টি ভাষা যোগ হয়েছে। বর্তমানে মোট ৮৮ টি ভাষায় ছবি থেকেই অনুবাদ করতে পারবে গুগল ট্রান্সলেট।

গুগল বলছে, নতুন আপডেটে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উন্নয়ন এবং সর্বোচ্চ নির্ভুল অনুবাদ প্রদানে চেষ্টা করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রথমিকভাবে গুগল ট্রান্সলেট শুধু ইংরেজি থেকে নির্দিষ্ট কিছু ভাষায় অনুবাদ করত। কিন্তু বর্তমানে ১০০ টি ভাষায় সাপোর্ট করে এই প্রয়োজনীয় সার্ভিসটি।

এছাড়া ভয়েজ, রিয়েল টাইম কনভারসেশন এবং অগমেনেটেড রিয়েলিটি প্রযুক্তি ব্যবহার রিয়েল টাইম ভিডিও থেকেও অনুবাদ করা যায়।

ছবির মধ্য থেকে অনুবাদের জন্য গুগলের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেথড ব্যবহার করা হয়। যা নিউরাল মেশিন ট্রান্সলেশন নামে পরিচিত। এই সিস্টেমে গুগল লেন্স এবং ওয়েব ভার্সন ট্রান্সলেট টুল ব্যবহৃত হয়।

সূত্র: দ্যা ভার্জ