অ্যান্ড্রয়েডে ঝুঁকিপূর্ণ যে ১৫টি অ্যাপ

  • টেক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

‘এজেন্ট স্মিথ’ ভাইরাস ছড়াচ্ছে বিভিন্ন অ্যাপ, ছবি: সংগৃহীত

‘এজেন্ট স্মিথ’ ভাইরাস ছড়াচ্ছে বিভিন্ন অ্যাপ, ছবি: সংগৃহীত

সম্প্রতি বিশ্বব্যাপী ২৫ মিলিয়নের বেশি অ্যান্ড্রয়েড ইউজাররা তাদের স্মার্টফোনে ‘এজেন্ট স্মিথ’ নামের ভাইরাসে শিকার হয়েছে।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, এর মধ্যে ভারতের প্রায় ১৫ মিলিয়ন অ্যান্ড্রয়েড ইউজারদের স্মার্টফোনে এ ভাইরাস অ্যাটাক করেছে।

বিজ্ঞাপন

সাইবার সিকিউরিটি অ্যাপ তৈরিকারী চেক পয়েন্টের প্রতিবেদনে বলা হয়, থার্ডপার্টি অ্যাপ স্টোর ‘নাইনঅ্যাপস’ থেকে ডাউনলোড করা ফাইল, অ্যাপে ম্যালওয়্যার ফাংশন ফোনে ইনস্টল থাকা অ্যাপগুলোকে ইউজারের অনুমতি ছাড়াই পরিবর্তন করে ফেলে এবং অনাকাঙ্ক্ষিত বিজ্ঞাপন দিতে থাকে।

ইতোমধ্যে ‘এজেন্ট স্মিথ’ ভাইরাস ছড়ানো বিভিন্ন অ্যাপ গুগল প্লে স্টোর থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তাই ঝুঁকি এড়াতে এই অ্যাপসগুলো এখনি রিমুভ করুন।

বিজ্ঞাপন

অ্যাপের তালিকা


১. লুডো মাস্টার- নিউ লুডো গেম-২০১৯
২. ব্লকম্যান গো
৩. ক্রেজি জুসার
৪. স্কাই ওয়ারিওরস
৫. বায়ো ব্লাস্ট- ইনফনিটি ব্যাটল শুট ভাইরাস
৬. শুটিং জেট
৭. ফটো প্রজেক্টর
৮. গান হিরো
৯. কুকিং উইচ
১০. কালার ফোন ফ্ল্যাশ
১১. ক্ল্যাশ অফ ভাইরাস
১২. অ্যাংরি ভাইরাস
১৩. র‍্যাবিট টেম্পল
১৪. স্টার রেঞ্জ
১৫. কিস গেম- টাচ হার হার্ট

এছাড়া কোনো থার্ডপার্টি অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করা থেকে বিরত থাকুন। গুগল প্লে স্টোর এবং অ্যাপেল স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করুন।

সূত্র: ইন্ডিয়া টুডে