গত বছর সেরা সুন্দরীর মুকুট মাথায় তুলেছেন হরিয়ানার এই তরুণী।
বিজ্ঞাপন
বিশ্বসুন্দরীর খেতাব জয়ের পর থেকেই শোনা যাচ্ছিলো তার বলিউড অভিষেকের খবর।
কিন্তু সে খবর মিথ্যা, বলছেন মানুষী।
তার ভাষ্যমতে-
বিজ্ঞাপন
আমি আমার পড়াশুনা ছেড়ে ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগীতায় অংশ নিয়েছিলাম। এখন সেটি শেষ তাই আবার আমাকে পড়াশুনা নিয়ে মনযোগী হতে হবে। বলিউড ইন্ডাস্ট্রি এমন একটি জায়গা যা আমি আগে কখনও দেখিনি। এটি সম্পর্কে আমার কোনো ধারণা নেই। এখনও অনেক কিছু শিখার আছে আমার। তাই এ বিষয়টি নিয়ে এখনই কিছু বলতে পরছি না।
ছবিতে না দেখা গেলেও, মানুষী অভিনয় করেছেন বিজ্ঞাপনে।
তাও হাতেগোনা কয়েকটিতে।
প্রথম কাজেই সহশিল্পী হিসেবে পেয়েছিলেন কারিনা কাপুর খানকে।
পড়াশুনার পাশাপাশি এখন সুযোগ পেলে ঘুরে বেড়ান দেশ-বিদেশ।
এরইমধ্যে আরও একবার প্রচার হয়েছে মানুষীর বলিউড অভিষেকের খবর।
জনপ্রিয় প্রযোজক করণ জোহরের হাত ধরে নাকি বলিউডে পা রাখতে যাচ্ছেন তিনি।
বিষয়টি নিয়ে কারও পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ছবিতে অভিনয় নয়, প্রেমের কারণেও খবরের শিরোনামে থাকে তার নাম।
কয়েক মাস ধরে বেশির ভাগ সময়ই ইউটিউব ট্রেন্ডিংয়ে মিউজিক বিভাগের শীর্ষে ছিল হিন্দি বা ইংরেজি গান। ‘স্ত্রী ২’ সিনেমার আইটেম গান ‘আজ কি রাত’ ট্রেন্ডিংয়ে রাজত্ব করেছে দীর্ঘদিন। সেখান থেকে ধীরে ধীরে বাংলা গান ফিরে আসছে ট্রেন্ডিংয়ে। আজ বাংলাদেশ থেকে ইউটিউব ট্রেন্ডিংয়ে মিউজিক বিভাগের শীর্ষ পাঁচ গানের সবই বাংলা গান। জেনে নিন কোন কোন গান আছে শীর্ষ পাঁচে-
ইউটিউব ট্রেন্ডিংয়ে মিউজিক বিভাগের শীর্ষ ৫–এ শাহিন সুলতানা মিমের দুটি গান রয়েছে। পঞ্চম স্থানের পাশাপাশি শীর্ষস্থানটিও তার দখলে। ৫ নম্বরে আছে জাহিদ ও শাহিন সুলতানা মিমের ‘মনে মনে করলিরে ভাব’ গানটি। জাহিদের কথা ও সুরে গান প্রকাশিত হয়েছে মিমের ইউটিউব চ্যানেলে।
শীর্ষে থাকা ‘আমার দুঃখ বোঝার মতো কারও সময় নাই’ গানটিতে মিমের সঙ্গে কণ্ঠ দিয়েছেন রেদওয়ান তামিম হৃদয়। গানটি লিখেছেন ও সংগীত পরিচালনা করেছেন হৃদয়। গানটিতে মূলত প্রেম, বিচ্ছেদ ও না পাওয়ার বেদনা তুলে এনেছেন শিল্পীরা। বাংলা মিউজিক ০০৭ চ্যানেল থেকে মুক্তি পেয়েছে গানটি।
৪ নম্বরে রয়েছে রাসেল বাবু ও আফরোজ জাহানের ‘খাঁটি গরুর দুধ’। সিদ্দিকুর রহমানের কথা ও সুরে গানটি প্রকাশিত হয়েছে নিলয় গান সাগর নামের ইউটিউব চ্যানেল থেকে।
তালিকার ৩ নম্বরে রয়েছে সৈয়দ অমি চ্যানেলে মুক্তি পাওয়া গান ‘দুই চাক্কার সাইকেল’। সালাউদ্দিন সাগরের লেখ গানটি সুর করেছেন সৈয়দ অমি। এতে অমির সঙ্গে কণ্ঠ দিয়েছেন সানজিদা রিমি। গানের ভিডিও চিত্রে অমির সঙ্গে মডেল হয়েছেন তাঁর স্ত্রী চিত্রনায়িকা আঁচল আঁখি।
তালিকার ২ নম্বরে রয়েছে এই সময়ের অন্যতম আলোচিত গান ‘কথা একটাই’। ১০ ডিসেম্বর পড়শীর চ্যানেল থেকে প্রকাশিত হয় গানটি। রবিউল ইসলাম জীবনের কথা, ইমরান মাহমুদুলের সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান ও পড়শী। গানের ভিডিও চিত্রেও দেখা গেছে ইমরান ও পড়শীকে।
গান ও গানটির ভিডিওচিত্র বেশ পছন্দ করেছেন শিল্পীদের ভক্ত-অনুসারীরা। মন্তব্যের ঘরে তারা লিখেছেন, ‘শেষের অংশটা হৃদয় ছুঁয়ে দিল’, ‘সম্পূর্ণ ভিডিও অনেক সিনেম্যাটিক ছিল’, ‘ইমারান–পড়শীর জুটি নিয়ে যা বলব, তা–ই কম হবে’, ‘গানের কথাও ভালো ছিল। এককথায় অসাধারণ একটি কাজ।’ প্রকাশের পর গত ৮ দিনে গানটির ভিউ ৩১ লাখ ছাড়িয়েছে।
ভারতের ন্যাশনাল ক্রাশ’খ্যাত অভিনেত্রী রাশমিকা মান্দানার সময় এখন দারুণ কাটছে। তার ছবি ‘পুষ্পা ২’ বক্স অফিসে একের পর এক রেকর্ড ভেঙে তৈরি করছে নতুন ইতিহাস। এই অভিনেত্রীকে এবার দেখা যাবে বলিউডের মেগাস্টার সালমান খানের বিপরীতে। ভাইজানের নতুন ছবি ‘সিকান্দার’-এর নায়িকা হচ্ছেন রাশমিকা মান্দানা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সালমানের সঙ্গে শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়েছেন এই অভিনেত্রী। রাশমিকা বলেছেন, ‘নার্ভাস তো হবই, উনি যে সালমান খান। এই প্রথম হিন্দি ছবি, যেখানে আমি গ্ল্যামারাস নায়িকা হিসেবে বড় পর্দায় আসতে চলেছি। তাই আরও বেশি রোমাঞ্চিত।’
দক্ষিণি এই নায়িকা আরও বলেছেন, ‘আমি চাই না যে মানুষ আমাকে শুধু আমার অভিনয়ের জন্যই চিনুক। আমি পুরোপুরি বাণিজ্যিক ছবির অংশও হতে চাই। মানুষ আমাকে বাণিজ্যিক ছবির নায়িকা হিসেবে জানুক, যেন আমার ওপর সবাই আস্থা রাখতে পারেন। তবে আমি সব ধরনের ছবির অংশ হতে চাই। অভিনয়কে উপভোগ করতে চাই।’
গত বছর রাশমিকা অভিনীত আরেক সিনেমা ‘অ্যানিমেল’ ব্লকবাস্টার হিট হয়েছে। সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত এ ছবিতে রণবীর কাপুরের সঙ্গে তাকে রোমান্স করতে দেখা গিয়েছিল।
আলোচিত এ ছবির সিকুয়েলের কথা আগেই ঘোষণা করা হয়েছে। ‘অ্যানিমেল পার্ক’ ছবিতে আবারও দেখা যাবে রণবীর-রাশমিকার রসায়ন। সিকুয়েল প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘সন্দীপ রেড্ডি ভাঙ্গা আমাকে যখন এ ছবির সারাংশ বলেছিলেন, শুনে আমার মাথা ঘুরে গিয়েছিল। জানি না সিকুয়েলে তিনি কী কী বদল আনতে চলেছেন। শুধু এটুকু জানি, এ ছবি পুরোপুরি ম্যাডনেস। রণবীর আর সন্দীপের সঙ্গে কাজ দারুণ উপভোগ্য ছিল। দ্বিতীয় কিস্তির সময়ও খুব মজা করব।’
শোনা যাচ্ছে, ‘সিকান্দার’ ছবির প্রথম পোস্টার সালমানের জন্মদিন অর্থাৎ ২৭ ডিসেম্বর প্রকাশ হবে। ছবির পরিচালক এ আর মুরুগাদস। ছবিটি ২০২৫ সালের ৩০ মার্চ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পাবে।
ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান সিনেমা বাছাইয়ে আগের চেয়ে অনেক সচেতন হয়েছেন। ছবির গল্প, বাজেট, নির্মাতা, সহশিল্পী, লোকেশন সবটাই যাচাই করে কাজে হাত দেন অভিনেতা। প্রিয়তমা, রাজকুমার, তুফান, দরদের পর এবার নতুন সিনেমা নিয়ে হাজির হতে চলেছেন শাকিব খান। ঈদুল ফিতরে আসছে তার ছবি ‘বরবাদ’।
গতকাল (১৮ ডিসেম্বর) ‘বরবাদ’-এর ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে রিমার্ক হারল্যানের পন্য লিলির সাথে স্পন্সরশিপ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে ছবিটির মোশন পোস্টার উন্মোচন করা হয়। এ সময় শাকিব খান ছাড়াও উপস্থিত ছিলেন সিয়াম আহমেদ, পূজা চেরী, দীঘি, শবনম ফারিয়া, মিম মানতাশা এবং লিলির ব্র্যান্ড অ্যাম্বাসেডর বিদ্যা সিনহা মিম।
পোস্টারে দেখা যায়, নিউ লুকে বিলাসবহুল রোলস রয়েস গাড়িতে সামনে অ্যাকশন মুডে বসে আছেন শাকিব। তার হাতে পিস্তল। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে রক্ত। তার আগে দেখা যায় শহরজুড়ে ধ্বংসজজ্ঞের আভাস। সবকিছু লন্ডভন্ড করে বেরিয়ে আসে আগুনে কুণ্ডলী।
সিনেমাটির সঙ্গে যুক্ত হওয়া নিয়ে শাকিব খান বলেন, ‘‘এই সিনেমার নির্মাতা মেহেদী হাসান হৃদয়কে আমি নির্বাচন করিনি, সে আমাকে নির্বাচন করেছে। প্রিয়তমার মতো এখানেও একই ঘটনা ঘটেছে। একটি ছেলে নাটক বানিয়েছে বেশকিছু, এখন সিনেমা বানাতে চায় তাও আমাকে নিয়ে। কয়েকদিন বলার পর একদিন আকে আসতে বলি। আমার কোথাও একটা যাওয়ার তাড়া ছিলো, বলি ১৫ মিনিটের মধ্যে গল্প শোনাতে হবে। সে গল্প শোনাতে শুরু করে, আমি এতোটাই ঢুকে যাই গল্পের মধ্যে, যে পূর্ব নির্ধারিত কাজটি পিছিয়ে দিয়ে গল্প শুনতেই থাকি। এরপর সে আমাকে বলে, ভাই আপনি এ যাবত যতো ছবি করেছেন তার চেয়ে বড় বাজেটে ‘বরবাদ’ বানাতে না পারলে ছবিই বানাবো না। এভাবেই ছবিটি হয়েছে।’’
‘বরবাদ’ নিয়ে নিজের প্রত্যাশার কথা বলে শাকিব আরও বলেন, ‘‘বরবাদ’ ফিল্ম ইন্ডাস্ট্রিতে এক নতুন ইতিহাস রচনা করবে আমি মনে করি। এই ছবিটি সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে, একটি গ্র্যান্ড সেটিংয়ে তৈরি করা হয়েছে, যাতে প্রত্যেক কলাকুশলী মুন্সিয়ানার ছাপ রেখেছেন। আমি প্রত্যাশা করছি বরবাদ শুধু দেশে নয়, দেশের বাইরে বাংলা ভাষায় কথা বলা সবার মন জয় করবে। আমার প্রত্যাশা আয়ের দিক থেকে এটি শতকোটির ক্লাবে প্রবেশ করবে।’
সিনেমাটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। এর শুটিং শুরু হয়েছিল গত ২০ অক্টোবর। মুম্বাইতে এ ছবির বেশিরভাগ শুটিং সম্পন্ন হয়েছে। শাকিব খান ছাড়াও এতে অভিনয় করছেন ইধিকা পাল, যিশু সেনগুপ্ত, মানব সচদেব, মিশা সওদাগরসহ আরও অনেকে। ছবির একটি আইটেম গানে পারফর্ম করছেন পশ্চিমবঙ্গের নায়িকা নুসরাত জাহান। ২০২৫ সালের রোজার ঈদে বাংলাদেশসহ বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি।
এবার মাদক সম্পৃক্ততায় ওঠে এলো দেশের শীর্ষস্থানীয় তিন নাট্যাভিনেত্রীর নাম। এরা হলেন তানজিন তিশা, সাফা কবির ও মুমতাহিনা চৌধুরী টয়া। সম্প্রতি তাদের বিরুদ্ধে মাদক সম্পৃক্ততার অভিযোগ ওঠেছে। এই তিন অভিনেত্রীর মাদক সম্পৃক্ততা ঘিরে বিশেষ অনুসন্ধান চালাচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (নারকোটিক্স)। ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ে এই বিষয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে বলে জানা গেছে।
আরও জানা গেছে, মাদকসহ গ্রেপ্তার হওয়া বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্রকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে তথ্য, প্রমাণসহ সাফা, টয়া, তিশা এবং জনপ্রিয় গায়ক অর্ণবের স্ত্রী গায়িকা সুনিধি নায়েকের সম্পৃক্ততার তথ্য বেরিয়ে আসে। একটি বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তারা নিয়মিত মাদক সংগ্রহ করে আসছিলেন। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অরিন্দম রায় দীপকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে।
এই প্রসঙ্গে মামলার তদন্ত কর্মকর্তা নারকোটিক্সের সহকারী পরিচালক রাহুল সেন গণমাধ্যমকে বলেন, দীপকে গ্রেপ্তারের পর তার কাছ থেকে আমরা কয়েকজন প্রথম সারির অভিনেত্রী ও মডেলের মাদক সম্পৃক্ততার প্রমাণ পেয়েছি। বিষয়টি নিয়ে এখনও তদন্ত চলছে। তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নারকোটিক্স সূত্রে জানা গেছে, মাদক সম্পৃক্ততার অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সাবেক ছাত্র দীপের ওপর বিশেষ নজরদারি করা হয়। দীর্ঘদিন ধরে তার গতিবিধি অনুসরণের ধারাবাহিকতায় ১৭ অক্টোবর ঢাকা বিমানবন্দরে গ্রেপ্তার হন দীপ। ওই সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ সিসা, এমডিএমএ, এলএসডি ও কুসসহ বেশ কিছু মাদক উদ্ধার করা হয়। পরে নারকোটিক্সের একটি বিশেষায়িত টিম দীপকে ২ দিনের রিমান্ডে রেখে জিজ্ঞাসাবাদ করে।
তদন্ত সংশ্লিষ্টরা জানান, মাদক ব্যবসার বিষয়ে মৌখিক স্বীকারোক্তির একপর্যায়ে দীপের মোবাইল ফোনের কললিস্ট ও হোয়াটসঅ্যাপ চ্যাটিং পরীক্ষা করা হয়। এতে জনপ্রিয় কয়েকজন অভিনেত্রীর মাদক সম্পৃক্ততার তথ্য মেলে। এমনকী তাদের পক্ষ থেকে দেওয়া মাদকের অর্ডারসংক্রান্ত কয়েকটি সুনির্দিষ্ট হোয়াটসঅ্যাপ চ্যাটিং রেকর্ডও পাওয়া যায় বলে জানা গেছে।
আরও জানা যায়, দীপের হোয়াটসঅ্যাপ গ্রুপে সাফা, টয়া, তিশা এবং সুনিধি নায়েকের নামে সেভ করা কয়েকটি নম্বর থেকে নিয়মিত মাদকের অর্ডার দেওয়ার প্রমাণ পাওয়া যায়। পরে নম্বরগুলো যাচাইয়ের জন্য ফোন নম্বরের রেজিস্ট্রেশন রেকর্ড সংগ্রহ করা হয়। এতে দেখা যায়, সংশ্লিষ্ট নম্বরগুলো সাফা কবির এবং টয়ার নামেই রেজিস্ট্রেশনকৃত। তবে তানজিন তিশার নম্বরটির রেজিস্ট্রেশন রয়েছে তার মা উম্মে সালমার নামে। অভিযোগ প্রসঙ্গে এখন পর্যন্ত তিন অভিনেত্রী তাদের প্রতিক্রিয়া জানাননি।