Barta24

শনিবার, ২৪ আগস্ট ২০১৯, ৯ ভাদ্র ১৪২৬

English

এপ্রিলে শুরু ‘দাবাং থ্রি’র শুটিং

এপ্রিলে শুরু ‘দাবাং থ্রি’র শুটিং
সালমান খান ও আরবাজ খান
বিনোদন ডেস্ক


  • Font increase
  • Font Decrease

‘বিগ বস’র সঞ্চালনার দায়িত্ব শেষ। সালমান খান এখন ব্যস্ত আলি আব্বাস জাফর পরিচালিত ‘ভারত’ ছবির শেষভাগের দৃ্শ্যধারণ নিয়ে। এরপরই ‘দাবাং’ ছবির তৃতীয় কিস্তি ‘দাবাং থ্রি’র কাজ শুরু করবেন বলিউডের এই অভিনেতা। এমনটা অনেক আগেই জানানো হয়েছিলো।

কিন্তু ‘দাবাং থ্রি’র শুটিং কবে থেকে শুরু হবে সেসময় কিছু জানননি প্রযোজক আরবাজ খান। অবশেষে জানালেন আগামী এপ্রিল থেকে শুরু হবে নতুন কিস্তির শুটিং।

বিষয়টি নিশ্চিত করে আরবাজ খান বলেন, “এখন শুটিং লোকেশন খোঁজা হচ্ছে। আশা করছি খুব শিগগিরই পেয়ে যাবো। আগের দুই পর্বের মতো এবারও চুলবুল পাণ্ডে চরিত্রে পাওয়া যাবে সালমান খানকে। ছবিটি পরিচালনা করবেন প্রভুদেবা।”

‘দাবাং থ্রি’তে সালমান খানের বিপরীতে অভিনয় করবেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। এছাড়া আরও দেখা যাবে ডিম্পল কাপাডিয়া এবং মহেশ মঞ্জরেকারকে।

সূত্র: বলিউড হাঙ্গামা

আপনার মতামত লিখুন :

তিন গুণ দাম বাড়িয়েছেন আয়ুষ্মান খুরানা

তিন গুণ দাম বাড়িয়েছেন আয়ুষ্মান খুরানা
আয়ুষ্মান খুরানা

সম্প্রতি সেরা ছবি হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছে আয়ুষ্মান খুরানা অভিনীত ‘আন্ধাধুন’। এমনকি এই ছবিটিতে অভিনয়ের সুবাদে শিগগিরই সেরা অভিনেতার পুরস্কারটিও ঘরে তুলতে যাচ্ছেন বলিউডের এই অভিনেতা। আর এ সফলতার কারণেই হয়তো নিজের দাম তিন গুণ বাড়িয়ে ফেলেছেন তিনি।
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Aug/23/1566569181323.jpg

জানা গেছে- আগে বিজ্ঞাপনের জন্য ৯০ লাখ থেকে এক কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন আয়ুষ্মান খুরানা। আর এখন প্রতিটি বিজ্ঞাপনের জন্য তিন থেকে সাড়ে তিন কোটি রুপি দাবি করছেন এই অভিনেতা।

এখানেই শেষ নয়, বলিউডের এই অভিনেতা নাকি তার টিমকে সাফ জানিয়ে দিয়েছেন এই পরিমাণ অর্থ যদি কেউ দিতে রাজি না হয় তাহলে যেন সেই প্রস্তাব ফিরিয়ে দেওয়া হয়।
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Aug/23/1566569195341.jpg

‘আন্ধাধুন’, ‘বাধাই হো’, ‘আর্টিকেল’র মত ব্লকবাস্টার ছবি ভক্তদের উপহার দিয়েছেন আয়ুষ্মান খুরানা। বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন ‘ড্রিম গার্ল’-এর কাজ নিয়ে। এছাড়া ‘শুভ মঙ্গল ফিরসে সাবধান’ ছবির কাজও রয়েছে বলিউডের এই অভিনেতার হাতে।

প্রেমিকের বাবাকে দেখতে হাসপাতালে সারা

প্রেমিকের বাবাকে দেখতে হাসপাতালে সারা
সারা আলি খান ও কার্তিক আরিয়ান

কখনও প্রেম, কখনও জন্মদিন উদযাপন আবার কখনও বা হাতে হাত রেখে ঘোরাঘুরির কারণে প্রায় সময় খবরের শিরোনামে থাকছেন সারা আলি খান ও কার্তিক আরিয়ান। আরও একবার খবরের শিরোনামে এসেছেন এই তারকা জুটি।
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Aug/23/1566563763388.jpg

সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে কার্তিক আরিয়ানের বাবাকে। আর এ কথা জানার পর প্রেমিকের বাবাকে দেখতে হাসপাতালে ছুটে গিয়েছিলেন সারা।

দেখা সাক্ষাৎ শেষে দু’জনে একসঙ্গে হাসপাতাল থেকে বের হয়েছেন। এসময় সারার পরনে ছিল পিচ রঙের সালোয়ার কামিজ। আর কার্তিক পরেছিলেন সাদা টি-শার্ট ও কালো প্যান্ট।
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Aug/23/1566563777691.jpg

ইমতিয়াজ আলি পরিচালিত ‘লাভ আজ কাল টু’ ছবির কাজ করছেন কার্তিক-সারা। কিছুদিন আগেই শেষ হয়েছে ছবিটির শুটিং।

এ সম্পর্কিত আরও খবর

Barta24 News

আর্কাইভ

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র