Alexa

এপ্রিলে শুরু ‘দাবাং থ্রি’র শুটিং

এপ্রিলে শুরু ‘দাবাং থ্রি’র শুটিং

সালমান খান ও আরবাজ খান

বিনোদন ডেস্ক

‘বিগ বস’র সঞ্চালনার দায়িত্ব শেষ। সালমান খান এখন ব্যস্ত আলি আব্বাস জাফর পরিচালিত ‘ভারত’ ছবির শেষভাগের দৃ্শ্যধারণ নিয়ে। এরপরই ‘দাবাং’ ছবির তৃতীয় কিস্তি ‘দাবাং থ্রি’র কাজ শুরু করবেন বলিউডের এই অভিনেতা। এমনটা অনেক আগেই জানানো হয়েছিলো।

কিন্তু ‘দাবাং থ্রি’র শুটিং কবে থেকে শুরু হবে সেসময় কিছু জানননি প্রযোজক আরবাজ খান। অবশেষে জানালেন আগামী এপ্রিল থেকে শুরু হবে নতুন কিস্তির শুটিং।

বিষয়টি নিশ্চিত করে আরবাজ খান বলেন, “এখন শুটিং লোকেশন খোঁজা হচ্ছে। আশা করছি খুব শিগগিরই পেয়ে যাবো। আগের দুই পর্বের মতো এবারও চুলবুল পাণ্ডে চরিত্রে পাওয়া যাবে সালমান খানকে। ছবিটি পরিচালনা করবেন প্রভুদেবা।”

‘দাবাং থ্রি’তে সালমান খানের বিপরীতে অভিনয় করবেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। এছাড়া আরও দেখা যাবে ডিম্পল কাপাডিয়া এবং মহেশ মঞ্জরেকারকে।

সূত্র: বলিউড হাঙ্গামা

বিনোদন এর আরও খবর

বুলবুল স্মরণে নিবেদন

বুলবুল স্মরণে নিবেদন

বীর মুক্তিযোদ্ধা ও সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল স্মরণে হতে যাচ্ছে “সব ক’টা জানালা খুলে দাও না” শীর্ষক অনু...

শ্রাবন্তীর তৃতীয় বিয়ে!

শ্রাবন্তীর তৃতীয় বিয়ে!

পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে ২০০৩ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হয় হয়েছিলেন শ্রাবন্তী। কিন্তু রাজীব শ্রাবন্তীকে নান...