Alexa

‘অ্যাংরেজি মিডিয়াম’ শুরু করলেন ইরফান

‘অ্যাংরেজি মিডিয়াম’ শুরু করলেন ইরফান

‘অ্যাংরেজি মিডিয়াম’-এর মহরতে পরিচালক, প্রযোজক ও অন্য সদস্যদের সঙ্গে ইরফান খান

লন্ডনে প্রায় এক বছর ক্যানসার চিকিৎসা নেওয়ার পর গত ৯ মার্চ নিজ দেশ মুম্বাইয়ে ফিরেছেন ইরফান খান। এরপর থেকেই শোনা যাচ্ছিলো শিগগিরই নিজের অভিনীত ‘হিন্দি মিডিয়াম’ ছবির সিক্যুয়েলের কাজ শুরু করবেন তিনি।

অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কাজে ফিরলেন ইরফান খান। ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘হিন্দি মিডিয়াম’র সিক্যুয়েলের কাজে হাত দিলেন বলিউডের এই অভিনেতা।

শুক্রবার (৫ এপ্রিল) ভারতের উদয়পুরে নতুন ছবিটির শুটিং শুরু করেছেন ইরফান। নতুন ছবিটির নাম রাখা হয়েছে ‘অ্যাংরেজি মিডিয়াম’।
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Apr/05/1554464821751.jpg

ছবির গল্পে দেখা যাবে ইরফানের মেয়ে উচ্চ শিক্ষার জন্য লন্ডনে পাড়ি দেবেন। আর সেখান থেকেই এগিয়ে যেতে থাকবে ‘অ্যাংরেজি মিডিয়াম’-এর কাহিনি।

জানা গেছে- ‘অ্যাংরেজি মিডিয়াম’-এ ইরফানের মেয়ের চরিত্রে অভিনয় করবেন রাধিকা মাদান। এরইমধ্যে ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়ে গেছেন তিনি।

হোমি আদাজানিয়া পরিচালিত ও দিনেশ ভাইজান পরিচালিত ‘অ্যাংরেজি মিডিয়াম’-এ ইরফানের বিপরীতে দেখা যাবে কারিনা কাপুর খানকে।

আপনার মতামত লিখুন :