অনলাইনে ফাঁস ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’

  • বিনোদন ডেস্ক
  • |
  • Font increase
  • Font Decrease

‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ ছবির পোস্টার

‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ ছবির পোস্টার

মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের দুনিয়া কাঁপানো ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ ছবির পর দর্শকদের কৌতূহল আকাশ ছুঁয়েছে। ওই ছবিতে সমাধান না হওয়া রহস্যের পরিণতি দেখতে ভক্তরা রীতিমতো তীর্থের কাকের মতো অপেক্ষা করছেন। এর অবসান ঘটাতে আগামী ২৬ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’।

এ বছরের বহুল প্রতিক্ষীত ছবিগুলোর মধ্যে অন্যতম ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। ছবিটির অগ্রিম টিকিট নিয়েও রীতিমতো শুরু হয়েছে কাড়াকাড়ি। বক্স অফিস বিশ্লেষকরা ধারণা করছেন, ছবিটি বক্স অফিসে আগের সব রেকর্ড ভেঙে নতুন ইতিহাস রচনা করবে। কিন্তু মুক্তির আগেই অনলাইনে ফাঁস হয়ে গেলো ছবিটি।

বিজ্ঞাপন

জানা গেছে- তামিলরকারস নামে একটি ওয়েবসাইটে ফাঁস করে দেওয়া হয়েছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’।

বিজ্ঞাপন

আগের ছবিতে মার্ভেল দুনিয়ার অর্ধেক সুপারহিরোকে মাটিতে মিশিয়ে দিয়েছে ভিলেন থানোস। এবার তাকে জবাব দিতে আয়রনম্যান ও ক্যাপ্টেন আমেরিকার নেতৃত্বে থর, হাল্ক, ব্ল্যাক উইডো, ক্যাপ্টেন মারভেল, হক আই, অ্যান্ট-ম্যান, ওয়ার মেশিন একজোট হয়ে লড়বে।

এসব চরিত্রে অভিনয় করেছেন রবার্ট ডাউনি জুনিয়র, ক্রিস ইভান্স, মার্ক রাফালো, ক্রিস হেমসওর্থ, স্কারলেট জোহানসন, জেরেমি রেনার, পল রুড, ডন শিডল, ব্রি লারসন। এছাড়াও আছেন কারেন গিলান, ডানাই গুরিরা, বেনেডিক্ট ওঙ, জন ফ্যাভ্রিউ, গিনেথ প্যালট্রো, ব্র্যাডলি কুপার ও জশ ব্রোলিন।

বলা হচ্ছে এ ছবির মাধ্যমে গত ১০ বছরে বানানো মার্ভেলের ২২টি ছবির গল্প বলার সমাপ্তি ঘটবে। আগের পর্বের মতো ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ও পরিচালনা করেছেন অ্যান্থনি রুশো ও জো রুশো।