Alexa

বাবা হচ্ছেন সালমান খান!

বাবা হচ্ছেন সালমান খান!

সালমান খান

বলিউড ইন্ডাস্ট্রির সবচেয়ে জনপ্রিয় অভিনেতা সালমান খান। তার ছবি মানেই হিট, বক্স অফিসে শত কোটি রুপির ব্যবসা! শুধু পর্দায় নন, পর্দার বাইরেও নানা ঘটনার জন্য আলোচিত থাকেন তিনি। কিন্তু তারপরও ভক্তদের কাছে সবসময় প্রিয় তিনি।

কিন্তু ৫৩’তে এসেও বিয়ের পথ মাড়াননি খান সাহেব। তাইতো বলিউডের সবচেয়ে কাঙ্খিত ব্যাচেলরের তকমা দেওয়া হয়েছে তাকে।

বিয়ে করবেন কবে? যেখানেই যান না কেনো এই একটি প্রশ্নের সম্মুখিন তাকে সবসময়ই হতে হয়। যারা এই প্রশ্ন করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন তাদের হয়তো সাল্লুকে এই প্রশ্ন আর করতে হবে না। কারণ ৫৩ বছর বয়সী এই অভিনেতা নাকি বাবা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/May/10/1557501573196.jpg

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, সারোগেসি পদ্ধতির (গর্ভ ভাড়া) মাধ্যমে বাবা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সালমান খান। যদিও এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

এদিকে, বিয়ের বন্ধনে আবদ্ধ না হলেও একের পর এক সম্পর্ক ভাঙা-গড়ার খেলায় মেতে বিরল নজিরই গড়েছেন সালমান। কখনও ঐশ্বরিয়া রাই বচ্চন, সংগীতা বিজলানি, কখনও ক্যাটরিনা আবার সোনাক্ষি, ডেইজি, জারিন কিংবা জ্যাকুলিনকে সালমান খানের প্রেমিকার তালিকা দেখা যায়।

আপনার মতামত লিখুন :