Alexa

ঋষি কাপুরের সঙ্গে দেখা করলেন দীপিকা

ঋষি কাপুরের সঙ্গে দেখা করলেন দীপিকা

দীপিকা পাড়ুকোন ও ঋষি কাপুর

ক্যান্সারের চিকিৎসা নিতে গত বছরের শেষ দিকে নিউইয়র্ক গিয়েছেন ঋষি কাপুর। তবে বলিউডের বর্ষীয়ান এই অভিনেতা এখন ক্যান্সার মুক্ত। ক’দিন আগে এমনটাই তথ্য দিয়েছেন ঋষির ভাই রণধীর কাপুর। কিন্তু বাকি রয়েছে আরও কয়েকটি কোর্স। সেগুলো শেষ করে শিগগিরই নিজ দেশ মুম্বাইয়ে ফিরবেন তিনি।

এদিকে, ঋষি কাপুর নিউইয়র্কে চিকিৎসা নিতে যাওয়ার পর থেকে তার সঙ্গে দেখা করেছেন আমির খান, শাহরুখ খান-গৌরি খান দম্পতি, আলিয়া ভাট, অনুপম খের, সোনালি বেন্দ্রে, প্রিয়াঙ্কা চোপড়াসহ বলিউড ইন্ডাস্ট্রির অনেকেই। তুলেছেন ছবি। পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।

সম্প্রতি মেট গালায় হাঁটতে নিউইয়র্ক গিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। আর সেই অনুষ্ঠান শেষে দেখা করতে গিয়েছিলেন ঋষি কাপুরের সঙ্গে।

দীপিকার সঙ্গে তোলা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ঋষি কাপুরের স্ত্রী নীতু কাপুর। এর ক্যাপশনে তিনি লিখেছেন- ‘দারুণ একটি বিকেল কাটলো দীপিকার সঙ্গে।’

আপনার মতামত লিখুন :