Alexa

ক্রিস্টোফার নোলানের পরিচালনায় ডিম্পল কাপাডিয়া

ক্রিস্টোফার নোলানের পরিচালনায় ডিম্পল কাপাডিয়া

ক্রিস্টোফার নোলান ও ডিম্পল কাপাডিয়া

ইরফান খান, দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া ও নার্গিস ফাখরিসহ বলিউডের অনেক তারকা হলিউড ছবিতে কাজ করেছেন। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী ডিম্পল কাপাডিয়া।

হলিউডের জনপ্রিয় পরিচালক ক্রিস্টোফার নোলানের পরবর্তী ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ডিম্পল কাপাডিয়া। নাম ‘টেনেট’। এ বছরই শুরু হবে অ্যাকশন-থ্রিলার ঘরানার ছবিটির শুটিং। শুটিং স্পট বাছাইয়ের তালিকাও এলাহি। সাতটি দেশে হবে এর শুটিং।

ডিম্পল কাপাডিয়ার পাশাপাশি এই ছবির কাস্টিংয়েও রয়েছে চমক। আরন টেলর জনসন, কেনেথ ব্রানাঘ, ক্লিমেন্স পোয়েসি এবং মাইকেল কাইনের মতো খ্যাতনামা অভিনেতাদের দেখা যেতে পারে এই ছবিতে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/May/23/1558607412702.jpg
স্ত্রী এমা থমাসের সঙ্গে ক্রিস্টোফার নোলান

এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন জন ডেভিড ওয়াশিংটন, এলিজাবেথ ডেবিকি এবং ‘টোয়াইলাইট’ তারকা রবার্ট প্যাটিনসন। ইতিমধ্যে তারা প্রযোজনা সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। ছবিটি প্রযোজনা করছেন নোলান দম্পতি। এক্সিকিউটিভ প্রোডিউসার হিসেবে রয়েছেন থমাস হেইস্লিপ। ২০২০ সালের ১৭ জুলাই মুক্তি পাবে ‘টেনেট’।

আপনার মতামত লিখুন :