ভারত বিশ্বকাপ জিতলে আরেকটি ছবি

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

২০১১ সালের বিশ্বকাপ ট্রফি হাতে সুরেশ রায়না ও বিরাট কোহলি ও মধু মান্টেনা

২০১১ সালের বিশ্বকাপ ট্রফি হাতে সুরেশ রায়না ও বিরাট কোহলি ও মধু মান্টেনা

‘৮৩’ ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন পরিচালক কবির খান। বর্তমানে লন্ডনে চলছে ছবিটির দৃশ্যধারণ। এরইমধ্যে ছবিটির প্রযোজক মধু মান্টেনা ঘোষণা দিলেন, ভারতীয় ক্রিকেট দল যদি ২০১৯ সালের বিশ্বকাপ জয় করতে পারে তাহলে আরও একটি ছবি নির্মাণ করবেন তিনি।

‘৮৩’র মতো ওই নতুন ছবিটিও পরিচালনা করবেন কবির খান। তবে এতে নায়ক-নায়িকা হিসেবে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনকে পাওয়া যাবে কিনা তা কিছু বলেননি প্রযোজক।

বিজ্ঞাপন

১৯৮৩ সালে ভারতের প্রথম বিশ্বকাপ জয়কে ঘিরে তৈরি হচ্ছে ‘৮৩’। ওই বছর আন্ডারডগ হিসেবে বিশ্বকাপ খেলেছিল দেশটি। ছবিতে স্বামী-স্ত্রীর ভূমিকায় থাকছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। কিংবদন্তি ক্রিকেটার কপিল দেব ও তার স্ত্রী রোমি ভাটিয়ার চরিত্র ফুটিয়ে তুলবেন বলিউডের এই দুই তারকা।

রণবীর-দীপিকার পাশাপাশি ছবিটিতে আরও দেখা যাবে- সাকিব সেলিম, জিভা, অ্যামি ভির্ক, হারডি সান্ধু ও পঙ্কজ ত্রিপাঠিকে। ২০২০ সালের ১০ এপ্রিল মুক্তি পাবে ‘৮৩’।

বিজ্ঞাপন