করণ জোহরের পার্টিতে মাদক নিয়েছেন দীপিকা-রণবীর-শহিদ-বরুণ?
ক’দিন আগে নিজের বাড়িতে এক পার্টির আয়োজন করেছিলেন করণ জোহর। যেখানে উপস্থিত ছিলেন রণবীর কাপুর, দীপিকা পাড়ুকোন, মালাইকা আরোরা, অর্জুন কাপুর, ভিকি কৌশল, শহিদ কাপুর-মীরা রাজপুত দম্পতি, বরুণ ধাওয়ান, নাতাশা দালাল ও অয়ন মুখার্জীসহ বলিউড ইন্ডাস্ট্রির অনেকেই।
পার্টির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন করণ জোহর। আর সেই ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে নানা বিতর্ক ও সমালোচনা। কেননা ভিডিওটিতে বলিউডের নামি-দামি তারকাদের মাতাল অবস্থায় দেখা যাচ্ছে।
#UDTABollywood - Fiction Vs Reality
Watch how the high and mighty of Bollywood proudly flaunt their drugged state!!
I raise my voice against #DrugAbuse by these stars. RT if you too feel disgusted @shahidkapoor @deepikapadukone @arjunk26 @Varun_dvn @karanjohar @vickykaushal09 pic.twitter.com/aBiRxwgQx9 — Manjinder S Sirsa (@mssirsa) July 30, 2019
ভিডিওটি দেখার পর সেটিকে নেশার রাজ্য বলে সম্বোধণ করে শিরোমণি আকালি দলের বিধায়ক মজিন্দর শিরসা টুইটারে লিখেছেন, ‘অবাস্তব বনাম বাস্তব। দেখুন কীভাবে বলিউড তারকারা গর্বের সঙ্গে নিজেদের নেশাতুর অবস্থা তুলে ধরেছেন। মাদক সেবনের বিরুদ্ধে আমি সরব হলাম। আপনারাও যদি শাহিদ কাপুর, দীপিকা পাড়ুকোন, অর্জুন কাপুর, বরুণ ধাওয়ান, করণ জোহর, ভিকি কৌশলকে দেখে বিরক্ত হয়ে থাকেন, তাহলে রিটুইট করুন।’
মজিন্দর টুইটের জবাব দিয়ে কংগ্রেস নেতা মিলিন্দ দেওরা বলেন, ‘সেই সন্ধ্যায় আমার স্ত্রীও পার্টিতে ছিল। কেউই মাদক সেবন করেননি। মিথ্যা গুজব ছড়ানো বন্ধ করুন। যাদের আপনি চেনেন না, তাদের ভাবমূর্তি নষ্ট করারও চেষ্টা করবেন না। আমার মনে হয় এ বিষয়ে আপনার নিঃশর্ত ক্ষমা চাওয়ার সাহস দেখানো উচিত।’
এদিকে, নিজের মন্তব্যের কারণে ক্ষমা চাইবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন মজিন্দর শিরসা।
তিনি বলেন, ‘মিলিন্দ দেওরার পরিবারের সদস্য সেই পার্টিতে কেনো ছিলেন সেটি তো আমার জানা নেই। কিন্তু আমি এ কথাটি নিশ্চিতভাবে বলতে পারি ওই পার্টিতে বলিউড তারকারা নেশা করছিলেন। আর কেউ যদি এসে আমাকে বলে এসব নেশাগ্রস্তদের কাছে আমাকে ক্ষমা চাইতে হবে আমি সেটি কখনও চাইব না। এজন্য যদি আমার সারাজীবন জেলে থাকতেও হয় তবুও পৃথিবীর কোন শক্তি আমাকে এসব নেশাগ্রস্তদের কাছে ক্ষমা চাওয়ার জন্য জোর করতে পারবেন না।’