Barta24

শনিবার, ১৭ আগস্ট ২০১৯, ২ ভাদ্র ১৪২৬

English

নির্দয় হওয়া বন্ধ করুন: নেহা কাক্কার

নির্দয় হওয়া বন্ধ করুন: নেহা কাক্কার
নেহা কাক্কার
বিনোদন ডেস্ক
বার্তাটোয়েন্টিফোর.কম


  • Font increase
  • Font Decrease

অভিনেতা হিমাংশু কোহলির সঙ্গে প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েছিলেন নেহা কাক্কার। আর এরইমধ্যে বলিউডের জনপ্রিয় এই গায়িকা ও ‘ইন্ডিয়ান আইডল’র গায়ক বিভোর পারাসরকে নিয়ে শুরু হয়েছে এক নতুন গুঞ্জন। শোনা যাচ্ছে, নেহা-বিভোর একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছেন।
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Aug/13/1565682465398.jpg

নেহা-বিভোর প্রেমের সম্পর্কের কথা অস্বীকার করলেও তাদের ভক্তরা সেটি মানতে নারাজ। আর এতে ক্ষেপে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নেহা লিখেছেন, ‘‘যখন আমি এটি লিখছি, তখন আমি ভাল অবস্থায় নেই। শারীরিকভাবে নয়, মানসিকভাবেও নয়। কিন্তু আমাকে মুখ খুলতেই হবে! কারণ তারা ভাবতেই চায় না যে, আমি কারও মেয়ে, বোন হতে পারি। সারা জীবন ধরে আমি কঠোর পরিশ্রম করেছি। চেষ্টা করেছি যাতে পরিবারের সদস্যদের এবং পরিচিতদের গর্বিত করার। কেন তারা এই ধরনের গুজব ছড়ায়? একবারও ভাবে না, এই ধরনের গুজব একজনের পরিবারের প্রতি কতটা বাজে প্রভাব ফেলতে পারে। তারকারাও মানুষ! নির্দয় হওয়া বন্ধ করুন। একজনের ব্যক্তিগত জীবন ও চরিত্র নিয়ে আলোচনা বন্ধ করুন। এমন কিছু করবেন না, যাতে ওই ব্যক্তি মানসিক অবসাদে ভুগতে থাকে।”

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Aug/13/1565682483899.jpg
নেহা কাক্কার ও বিভোর পারাসর

যোগ করে নেহা আরও লিখেছেন, ‘‘যারা আমার কথা ভাবেন। তারা দয়া করে ব্যথিত হবেন না। আমি সুস্থ হয়ে উঠব। খারাপ সময় চলছে। কাটিয়ে উঠব। আমাকে ভাল হতেই হবে। ঈশ্বর আমার সঙ্গে রয়েছেন।”
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Aug/13/1565682899513.jpg

একটি কনসার্টে অংশ নিতে বর্তমানে ইংল্যান্ডে রয়েছেন নেহা কাক্কার।

আপনার মতামত লিখুন :

নিরবের নতুন সিনেমা ‘বসন্ত বিকেল’

নিরবের নতুন সিনেমা ‘বসন্ত বিকেল’
ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

চিত্রনায়ক নিরব হোসেন গত ২৬ জুলাই বার্তাটোয়েন্টিফোর.কমকে জানিয়েছিলেন শিগগিরই নতুন সিনেমার খবর দেবেন তিনি। আজ (১৭ আগস্ট) সেই নতুন সিনেমার খবর জানা গেল।

সিনেমার নাম ‘বসন্ত বিকেল’। এটি পরিচালনা করবেন রফিক শিকদার। এর মধ্য দিয়ে তৃতীয়বার জুটি বাঁধতে যাচ্ছেন রফিক শিকদার ও নিবর।

বার্তাটোয়েন্টিফোর.কমকে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার খবর নিশ্চিত করে নিরব বলেন, “সংখ্যালঘু তিনটি মানুষের স্বপ্ন, হতাশা, হাহাকারের গল্প নিয়ে তৈরি হবে ‘বসন্ত বিকেল’। অক্টোবরের প্রথম সপ্তাহে শুরু হবে এর শুটিং।”
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Aug/17/1566048617758.jpg

আরবিএস টেক লিমিটেডের ব্যানারে নির্মিতব্য সিনেমাটি প্রযোজনা করছেন শামসুজ্জামান রিমন। এতে নায়ক হিসেবে নিরব চূড়ান্ত হলেও নায়িকা ও অন্যান্য কলাকুশলী ঠিক হয়নি বলে জানা গেছে।

এর আগে নিবর রফিক শিকদারের পরিচালনায় ২০১৫ সালে ‘ভোলা তো যায় না তারে’ সিনেমায় অভিনয় করেছিল। এছাড়া এই জুটির আসছে দুর্গা পূজায় মুক্তি পাবে ‘হৃদয় জুড়ে’।

দ্বিতীয় সন্তানের মা হচ্ছেন লিসা

দ্বিতীয় সন্তানের মা হচ্ছেন লিসা
লিসা হেডন

দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন মডেল-অভিনেত্রী লিসা হেডন। শনিবার (১৭ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন লিসা।
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Aug/17/1566042554023.jpg

লিসার পোস্ট করা ছবিটিতে দেখা যাচ্ছে, স্বামী ডিনো লালভানি ও ছেলে জ্যাক লালভানির সঙ্গে পানিতে দাঁড়িয়ে উল্লাস করছেন তিনি। এসময় লক্ষ্য করা গেছে লিসার বেবি বাম্পও।
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Aug/17/1566042570072.jpg

শেয়ার করা ছবিটির ক্যাপশনে লিসা লিখেছেন, ‘আমাদের চারজনের পার্টি।’
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Aug/17/1566042581557.jpg

২০১০ সালে ‘আইশা’ ছবির মধ্য দিয়ে অভিনয় জগতে পা রাখেন লিসা হেডন। এরপর ‘হাউজফুল থ্রি’, ‘কুইন’ ও ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর মতো জনপ্রিয় ছবিতে কাজ করেছেন তিনি। পাশাপাশি মডেলিংয়ে দাপট দেখিয়েছেন।
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Aug/17/1566042593562.jpg

২০১৬ সালে ব্রিটিশ ব্যবসায়ী ডিনো লালভানির সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন লিসা হেডন। পরে ২০১৭ সালে তাদের ঘর আলোকিত করে আসে প্রথম সন্তান জ্যাক লালভানি।

এ সম্পর্কিত আরও খবর

Barta24 News

আর্কাইভ

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র