বক্স অফিসে ঝড় তুলছে অক্ষয়ের ‘মিশন মঙ্গল’

  • বিনোদন ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

অক্ষয় কুমার

অক্ষয় কুমার

অক্ষয় কুমারের ছবি মানেই এখন শত কোটি রুপির ব্যবসা। ‘প্যাডম্যান’, ‘টয়লেট: এক প্রেম কথা’, ‘কেসারি’, ‘রুস্তম’ ও ‘এয়ারলিফ্ট’-এর পর এবার ‘মিশন মঙ্গল’ দিয়ে আরও একবার বক্স অফিসে ঝড় তুলতে যাচ্ছেন বলিউডের এই সুপারস্টার।

আরও পড়ুন: সোনাক্ষির নতুন মেকআপ আর্টিস্ট অক্ষয়!

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৫ আগস্ট) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের অভিনীত ‘মিশন মঙ্গল’। আর প্রথম দিনেই ২৮ কোটি রুপি আয় করে নিয়েছে ছবিটি।
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Aug/16/1565936916302.jpg

২০১৩ সালে ভারতের ‘মঙ্গলযান’ মিশনের উপর ভিত্তি করেই নির্মিত হয়েছে ‘মিশন মঙ্গল’। এতে অক্ষয় কুমারকে দেখা গেছে ভারতের মহাকাশ গবেষণাকেন্দ্র ইন্ডিয়ান স্পেস রিসার্চ অরগানাইজেশনের (ইসরো) সিনিয়র বিজ্ঞানী রাকেশের চরিত্রে।

বিজ্ঞাপন

আরও পড়ুন: অক্ষয়ের মুখে নারী বিজ্ঞানীদের জয়গান

এছাড়া ইসরো’র পাঁচজন নারী বিজ্ঞানীর চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা বালন, তাপসী পান্নু, সোনাক্ষী সিনহা, কৃতি কুলহারি ও নিত্যিয়া মেনন। রয়েছেন শারমান জোশিও।
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Aug/16/1565936932350.jpg

এদিকে, অক্ষয় কুমারের ‘মিশন মঙ্গল’-এর পাশাপাশি একইদিন মুক্তি পেয়েছে জন আব্রাহাম অভিনীত ‘বাটলা হাউজ’। কিন্তু প্রথম দিনে ছবিটি আয় করেছে মাত্র ১৪ কোটি রুপি।

আরও পড়ুন: রোবট তৈরির চেয়ে মঙ্গলে যাওয়ার খরচ কম!