নন্দিতার ‘মান্টো’ এ মাসেই
পরিচালক নন্দিতা দাশের বহুল প্রতীক্ষিত ছবি ‘মান্টো’।
ছবিটি এবছরই কান চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে।
সে প্রসঙ্গে নন্দিতার ভাষ্য-
আমি একেবারেই প্রস্তুত ছিলাম না- দর্শক অত্যন্ত আপ্লুত হয় এবং দর্শক ও সমালোচকরা সকলেই সিনেমাটা খুব পছন্দ করে। প্রিমিয়ারে তারা ৪ মিনিট দাঁড়িয়ে সংবর্ধনা জানান। অপরিচিত মানুষ এসে আমাকে জড়িয়ে ধরেন।
বিজ্ঞাপন
লেখক সাদাত হাসান মান্টোর জীবনী অবলম্বনে নির্মিত হয়েছে ‘মান্টো’।
কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে নওয়াজউদ্দিন সিদ্দিকীকে।
তিনি বলছেন-
যে ব্যক্তি আসল জীবনেও সত্যি কথা বলার সাহস রাখেন, তিনিই একমাত্র সাদাত হাসান মান্টো’র ভূমিকায় যোগ্য অভিনয় করবেন। যেকোনও অভিনেতাই অভিনয়ের খুঁটিনাটি, টেকনিক জানেন। তবে মন থেকে সৎ আর সাহসী না হলে সাদাত হাসান মান্টোর ভূমিকায় অভিনয় করা যায় না। এই সততা জীবনের সঙ্গেও রাখতে হবে, কাজের জায়গার সঙ্গেও রাখতে হবে।
ছবিতে আরও থাকছেন- রাশিকা দুগল, ঋষি কাপুর, দিব্যা দত্ত, তাহির রাজ ভাসিন প্রমুখ।
‘মান্টো’র ট্রেলার মুক্তি পাবে আগামীকাল, এই ঘোষণা ছিলো পরিচালক নন্দিতার।
‘মান্তো ফিল্ম’ ফেসবুক পেজটিও জানিয়েছিলো-
স্বাধীনতার অপেক্ষায়... মান্টো ট্রেলার মধ্যরাতে!
কথা রেখেছেন তারা।
ঠিক সময়েই ট্রেইলার দেখতে পেরেছে আগ্রহীরা।
আপনিও দেখুনঃ
নন্দিতা দাশ জানাচ্ছেন-
মান্টো মত প্রকাশের স্বাধীনতার স্বপক্ষে সব সময় কথা বলেছেন, নিজের লেখা এবং জীবনের স্ট্রাগলের মধ্যে দিয়ে। ধর্মীয় গোঁড়ামির শিকার হয়েছেন এবং তার বিরুদ্ধে ছয়টা মামলা করা হয়েছে। তিনি সব সময় কলমের জোর আছে একথা মনে করতেন। তিনি যে ধরনের দৃঢ় ও সাহসী চরিত্র ছিলেন তা সকলকে অনুপ্রেরণা জোগায়।
বড় পর্দায় ‘মান্টো’ মুক্তি পাচ্ছে এ মাসেই, ২১ সেপ্টেম্বর ২০১৮।
আরও পড়ুনঃ