পরিবহন শূন্য ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক
পরিবহন ধর্মঘটে ভোগান্তিনতুন সড়ক পরিবহন আইন ২০১৮ কার্যকরের পরে পরিবহন শূন্য হয়ে পড়েছে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক। বুধবার (২০ নভেম্বর) সকাল থেকেই বন্ধ রয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গ ছাড়াও টাঙ্গাইল থেকে জামালপুর, ময়মনসিংহসহ বিভিন্ন রুটে যানবাহন চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। তবে রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু সেতুপুর্ব রেলস্টেশন মাস্টার আব্দুল মান্নান খান।
উল্লেখ্য, নতুন সড়ক আইন ১ নভেম্বর থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও গত দুই সপ্তাহ ধরে আইন পালনে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে কর্তৃপক্ষ ও আইন শৃঙ্খলা বাহিনী। এর ফলে দুই সপ্তাহ শিথিল ছিলো নতুন আইনের কার্যকারিতা।
নতুন এই সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে গত সোমবার থেকে টাঙ্গাইলে ধর্মঘট পালন শুরু করে পরিবহন শ্রমিকরা। বুধবার জেলায় পরিবহন চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। এ কারণে দূরপাল্লার কোনো পরিবহনই টাঙ্গাইল থেকে ছেড়ে যায়নি। উত্তর ও দক্ষিণবঙ্গ থেকে সকাল থেকে অল্প কিছু পরিবহন সেতু পাড় হয়েছে। যা স্বাভাবিকের তুলনায় খুবই সামান্য বলে জানিয়েছেন সেতু কর্তৃপক্ষ।