‘তারুণ্যের তর্জনী’ প্রতিযোগিতায় বিজয়ী শাবির শিক্ষার্থী

  • শাবিপ্রবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবাষির্কী উপলক্ষে বাংলাদেশ সরকারি কমচার্রী কল্যাণ ফেডারেশন (বিএসকেকেএফ) কর্তৃক আয়োজিত ‘তারুণ্যের তর্জনী’ প্রতিযোগীতায় ফটোগ্রাফিতে অন্যতম বিজয়ী হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে দেশসেরা একশত জনের মধ্যে অন্যতম তারা।

প্রতিযোগিতায় ‘বাংলার দুরন্ত শৈশব’ এবং ‘অপ্রতিরোধ্য বাংলার নারী’ ক্যাটাগরীতে বিজয়ী হয়েছেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী আসাদুল্লাহ আসাদ এবং সমুদ্রবিজ্ঞান বিভাগের একই সেশনের শিক্ষার্থী ইমরুল হাসান।

বিজ্ঞাপন

গত ১ নভেম্বর দেশব্যাপী এই প্রতিযোগিতাটি শুরু হয়। ৪ ডিসেম্বর প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রতিযোগিতার ফলাফল প্রকাশিত হয় এবং ৮ ডিসেম্বর প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

জানা যায়, দেশব্যাপী তরুণদের বঙ্গবন্ধু ও তার দর্শন সম্পর্কে অনুপ্রাণিত করতে এই উৎসব আয়োজিত হয়। উৎসবের মূল আকর্ষণ হিসেবে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার জীবনদর্শন নিয়ে কুইজ, রচনা, প্রবন্ধ ও ফটোগ্রাফি প্রতিযোগিতা।

বিজ্ঞাপন