শাবিপ্রবির ভিসির দুঃখ প্রকাশ

  • শাবিপ্রবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ

ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলনে গত ১৬ জানুয়ারি থেকে ঘটে যাওয়া ঘটনার জন্য দুঃখ প্রকাশ ও আহত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জানিয়েছেন ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ।

শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে এক বিবৃতিতে ভিসি দুঃখ প্রকাশ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রেজিস্ট্রার অধ্যাপক ইশফাকুল হোসেন।

বিজ্ঞাপন

বিবৃতিতে ভিসি উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক হিসেবে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার গভীর দুঃখ প্রকাশ করছি। ঘটনার ধারাবাহিকতায় সৃষ্ট অচলাবস্থা কাটিয়ে উঠতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী যারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক অবস্থা দ্রুত ফিরিয়ে আনতে শিক্ষামন্ত্রীর নেতৃত্বে শিক্ষা উপমন্ত্রীসহ সরকারের সকল স্তরের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ সিলেটের সুশীল সমাজ ও মিডিয়া কর্মীদের যারা দায়িত্বশীল ভূমিকা রেখেছেন তাদেরকেও ধন্যবাদ জানান।

বিজ্ঞাপন

এছাড়া বিশ্ববিদ্যালয়ের সুন্দর ও স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনার জন্য বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে স্ব স্ব অবস্থান থেকে ভূমিকা রাখার জন্য অনুরোধ জানিয়ে শাবিপ্রবিকে বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে পরিণত করার আশাবাদ ব্যক্ত করেন ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ।

উল্লেখ্য, গত শুক্রবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে বৈঠককালে দুঃখ প্রকাশের নির্দেশ দেন।