ফাঁকা আসন পূরণের দাবিতে ঢাবি প্রশাসনিক ভবনের বাইরে বিক্ষোভ

  • ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ফাঁকা আসন পূরণের দাবিতে ঢাবি প্রশাসনিক ভবনের বাইরে বিক্ষোভ

ফাঁকা আসন পূরণের দাবিতে ঢাবি প্রশাসনিক ভবনের বাইরে বিক্ষোভ

‘শিক্ষা ব্যবসা এক সাথে চলে না’, ‘উই ওয়ান্ট কলেজ, উই ওয়ান্ট সাবজেক্ট’, ‘অনিয়ম মানি না, মানবো না, মানবো না’, ‘তিন হাজার সিট গেল কই, জবাব চাই, জবাব চাই’ ‘শিক্ষা কোনো পণ্য নয়, শিক্ষা আমাদের অধিকার’, ‘সকলের ভর্তি নিশ্চিত কর’ ইত্যাদি বিভিন্ন স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের ফাঁকা আসন পূরণের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রশাসনিক ভবনের বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

নীলক্ষেত মোড় অবরোধ কর্মসূচি থাকলেও সেখানে না গিয়ে বিশ্ববিদ্যালয়টির সামাজিক বিজ্ঞান অনুষদের সামনে অবস্থান নেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুর ১২টার দিকে তারা বিক্ষোভ শুরু করেন। এরপর তারা মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের দিকে যেতে চাইলে প্রক্টরিয়াল টিমের সদস্যরা গেটে তালা দিলে মূল ফটকের বাইরের রাস্তায় বিক্ষোভ করতে থাকেন তারা।

ভর্তিচ্ছু শিক্ষার্থীরা জানান, মার্চের ২ তারিখে সাত কলেজের ভর্তিচ্ছু শিক্ষার্থীরা নীলক্ষেত অবরোধ কর্মসূচি পালন করার পর সাত কলেজের প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল দ্বিতীয় দফা দাবি (অপেক্ষমাণ থাকা আসনে মেধাতালিকা প্রকাশ) মেনে নিয়ে নোটিশ প্রকাশ করেছেন, এজন্য আমরা তার প্রতি কৃতজ্ঞ। কিন্তু এখনও ওই দাবিটির বাস্তবায়ন দেখতে পাইনি। দাবিগুলো পূরণের জোর দাবি জানাচ্ছি আমরা।

বিজ্ঞাপন