ঢাবি ‘সূর্য সেন বিতর্ক ধারা’র সভাপতি বাদশা, সাধারণ সম্পাদক সোহান

  • ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টার’দা সূর্য সেন হলের বিতর্ক সংসদ ‘সূর্য সেন বিতর্ক ধারা’র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী এক বছরের জন্য ১৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী ও ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি (ইংরেজি বিতর্ক) ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার (২৪শে মার্চ) ‘সূর্য সেন বিতর্ক ধারা’র সদ্য সাবেক সভাপতি নাজমুল হুদা আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

এতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী আলম বাদশা, সাধারণ সম্পাদক আরবি বিভাগের মো. সোহান।

সহ-সভাপতি(প্রশাসন) হিসেবে মো. তামীমুল ইসলাম, সহ-সভাপতি (বিতর্ক) আরিফুল হাসান পার্থ, যুগ্ম সম্পাদক আসাদুল্লাহ আল গালিব, মো. মাসুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক তানভীর হোসেন শান্ত, প্রচার সম্পাদক মকবুল হোসেন, অর্থ সম্পাদক আদনান পারভেজ সাগর, দপ্তর সম্পাদক মো. শাহাদাৎ, প্রকাশনা সম্পাদক মো. সুমন আহমেদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক তাওসিফুল ইসলাম, পাঠচক্র সম্পাদক মো. রাকিব উদ্দীন, অনুষ্ঠান সম্পাদক সুলতান আরেফিন বায়েজিদ। এছাড়া সদস্য হিসেবে তৌফিকুর রহমান,তাহমিদ মুজিব, এস. এম. ওমর, সৈকত হোসেন, সামিউল আমিন গালিব দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞাপন

এদিকে ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসেবে মো. মাসুম বিল্লাহ,যুগ্ম আহ্বায়ক আলী নেওয়াজ তুষার, রায়হান মিয়া, সদস্য আবু ইউসুফ রাহাত,রিয়াজ মোস্তান, মো. মুরাদ হোসেন, মো. মেহেদী হাসান দায়িত্ব পালন করবেন।