ঢাবির ফুটপাত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

  • ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদুল্লাহ হল সংলগ্ন ফুটপাত থেকে মো. মাসুদ (৫০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৬ মার্চ) শাহবাগ থানা পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত বার্তা২৪.কম-কে নিশ্চিত করেন শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহরিয়ার।

তিনি জানান, পরিচয় নিশ্চিতে আমরা পুলিশের ক্রাইম সিন টিমকে খবর দিয়েছি। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হবে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বিজ্ঞাপন

এদিকে আশপাশের লোকজনের সাথে কথা বলে জানা যায়, ওই ব্যক্তির নাম মাসুদ। ভবঘুরে হিসেবেই জানতেন তাকে, থাকতেন ওই এলাকাতেই। অসুস্থতার কারণে তিনি মারা যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।