ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের একাত্মতা

  • ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে একাত্মতা পোষণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। রাজধানীর নীলক্ষেত মোড় এবং বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণ এলাকা অবরোধ করেছেন ঢাবি শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে প্রথমে জড়ো হন। পরে নীলক্ষেত মোড় অবরোধ করেন।

বিজ্ঞাপন

ঢাবি ছাত্রলীগের নেতাকর্মীদের একটি দল বাইক শোডাউন নিয়ে নীলক্ষেত মোড় অবরোধ করে। সেখানে পুলিশ এসে প্রথমে বাধা দিলে তারা চলে যান।

শিক্ষার্থীদের মধ্যে ছাত্রলীগের বিভিন্ন হল শাখার সভাপতি-সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃবৃন্দ ছিল বলে জানা যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে তাদের অবস্থান ছিল।

বিজ্ঞাপন

শিক্ষার্থীদের দাবি, আজিমপুর, হাজারিবাগ এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মারধর করে নিউ মার্কেটের ব্যবসায়ীরা। এছাড়া আজিমপুরে বিডিআর তিন নম্বর গেটের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের দুটি হলের আবাসিক ছাত্রীরা ক্লাস-পরীক্ষার কারণে ক্যাম্পাসে আসতে চাইলে তাদের উত্যক্ত করা হয়।