ব্যবসায়ীদের অভিযোগ শিক্ষার্থীরা দোকান পুড়িয়েছে
রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দোকান পোড়ানোর ঘটনা ঘটেছে। ব্যবসায়ীদের অভিযোগ ঢাকা কলেজের শিক্ষার্থীরা দোকানে আগুন দিয়েছে।
শিক্ষার্থীরা বলছে, নিজেদের মধ্যে কলহের জের এই ইস্যুকে কেন্দ্র করে এমন কাণ্ড ঘটিয়েছে ব্যবসায়ীরা।
বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, নিউ মার্কেটকেন্দ্রিক ২০টি মার্কেট রয়েছে। ব্যবসায়ীর সংখ্যা হবে দেড় লাখের বেশি। তিনি আরও বলেন, সামনে ঈদ, তাই এখন ব্যবসার পিক সময়। বেচাবিক্রি একদিন বন্ধ থাকায় বড় অঙ্কের ক্ষতি হতে পারে। একদিন ব্যবসা বন্ধের ফলে ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে ১০০ কোটি টাকা। তবে সার্বিক ক্ষতির বিষয়ে সঠিক তথ্য দেওয়া কঠিন।
সংঘর্ষের বিষয়ে শিক্ষার্থীরা জানান, ঢাকা কলেজের মাস্টার্সের দুই শিক্ষার্থী রাত ১২টার দিকে নিউমার্কেটে কেনাকাটা করতে যান। এ সময় ব্যবসায়ীদের সঙ্গে তাদের কেনাকাটা নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাত করা হয়। এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে সেখানে যান ঢাকা কলেজের শিক্ষার্থীরা। তারা ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
এদিকে ব্যবসায়ীদের দাবি, অর্ধেক দাম পণ্যের মূল্য পরিশোধ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে তারা হামলা চালায়।
রিপোর্ট লেখা পর্যন্ত উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা চলছিল।