মোশতাককে শ্রদ্ধা: সেই অধ্যাপককে ঢাবির প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি

  • ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

অধ্যাপক মো. রহমত উল্লাহ

অধ্যাপক মো. রহমত উল্লাহ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. রহমত উল্লাহকে সব ধরনের প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।

সভার সদস্য ইতিহাস বিভাগের অধ্যাপক হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

বুধবার (২০ এপ্রিল) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভাপতিত্বে নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। অধ্যাপক রহমত উল্লাহ শিক্ষক সমিতির সভাপতির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিনের দায়িত্বে আছেন।

অধ্যাপক হুমায়ুন কবীর বলেন, সিন্ডিকেট সভায় অধ্যাপক রহমতুল্লাহ তার বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। এরপর তাকে একাডেমিক এবং প্রশাসনিক সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এই ঘটনায় উপ উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালকে প্রধান করে ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি সেদিন কী ঘটেছিল সে বিষয়ে প্রতিবদন দেবে। এরপর এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ঐতিহাসিক মুজিবনগর দিবসে আলোচনা সভার আয়োজন করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন। সভায় ঢাবি শিক্ষক সমিতির সভাপতি মো. রহমত উল্লাহ বঙ্গবন্ধুর খুনি খন্দকার মোশতাক আহমদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বলে অভিযোগ ওঠে।

লিখিত বক্তব্যে অধ্যাপক রহমতুল্লাহ বলেছেন, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারের জাতীয় চার নেতা এবং পররাষ্ট্রমন্ত্রী খন্দকার মোশতাকের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। এরপর থেকে এ নিয়ে ব্যাপক সামালোচনা শুরু হয়।

পরের দিন ১৮ এপ্রিল দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করে সংবাদ সম্মেলন করেন অধ্যাপক মো. রহমত উল্লাহ।