ঢাবিতে ফের ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় ছাত্রলীগ ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৬ মে) বেলা ১২টার দিকে এ সংঘর্ষ শুরু হয়।

বিজ্ঞাপন

পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি অনুযায়ী ছাত্রদল নেতাকর্মীরা হাইকোর্টের সামনে জড়ো হয়। এ সময় কার্জন হলের সামনে আগে থেকে অবস্থান নেওয়া ছাত্রলীগ কর্মীরা মিছিল নিয়ে এলে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

এ সময় উভয়পক্ষের নেতাকর্মীদের ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা-ধাওয়া করতে দেখা যায়। দুই দলের নেতাকর্মীদের হাতে লাঠি, হকিস্টিক, রডও দেখা গেছে।

বিজ্ঞাপন

এই রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিল।

গত মঙ্গলবার ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলা ও সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের ডাকা বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।

ওই হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ছাত্রদল। ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল কর্মসূচি পালন করতে এলে তাদের প্রতিহত করার ঘোষণা দেয় ছাত্রলীগ। যার জের ধরে আজকের এই সংঘর্ষ ।