ইউল্যাবে কারিকুলাম ইন্টিগ্রেশন প্রদর্শনী

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) গণমাধ্যম ও সাংবাদিকতা বিভাগ আয়োজন করেছে কারিকুলাম ইন্টিগ্রেশন প্রদর্শনী। এবারের প্রতিপাদ্য ছিলো ‘বহুসংস্কৃতিবাদ’।

শুক্রবার (১০ জুন) রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ ফিল্ম আর্কাইভ অডিটোরিয়ামে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। এদিকে ভিজ্যুয়াল এই প্রদর্শনী আগামী ১৩ জুন পর্যন্ত চলবে।

বিজ্ঞাপন

প্রতি সেমিস্টারেই ছাত্র-ছাত্রীদের সৃজনশীল কাজ প্রদর্শনের জন্য তিন দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই প্রদর্শনী শিক্ষার্থীদের বাস্তব জীবনের পরিস্থিতিতে রেখে তাদের মূল্যবোধ শেখায়।

প্রদর্শনীতে ছাত্র-ছাত্রীদের বিভিন্ন প্রকল্প যেমন পারফরম্যান্স আর্ট, কমিউনিকেশন ক্যাম্পেইন ম্যাটেরিয়ালস, ভিজ্যুয়াল আর্ট, ডিজিটাল আর্ট, ভিডিও আর্ট, ফটোগ্রাফ, অ্যানিমেশন, বিজ্ঞাপন, ডকুমেন্টারি, ডিজিটাল গল্প এবং চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের উদ্বোধন করেন ইউল্যাবের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ইমরান রহমান। তিনি বলেন, দেশে গণমাধ্যমের প্রচারে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের দৃঢ় প্রতিশ্রুতি রয়েছে। সুতরাং, মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগ নিয়মিত মিডিয়া শিল্পের স্টেকহোল্ডারদের সাথে পরামর্শ করে তার কোর্স এবং পাঠ্যক্রম আপডেট করে স্নাতকদের প্রস্তুত করার চেষ্টা করে।

মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের প্রধান প্রফেসর জুড উইলিয়াম জেনিলো তার ভাষণে বলেন, সহনশীলতা মানে সবার সঙ্গে সম্মান ও মর্যাদার সাথে আচরণ করা। আমাদের শিক্ষার্থীদের মধ্যে সহনশীলতা লালন করতে হবে, এই কারণেই আমরা থিম হিসাবে বহুসংস্কৃতিকে বেছে নিয়েছি।

বিশেষ অতিথি বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. নিজামুল কবির চলচ্চিত্র শিল্পের অগ্রগতিতে তরুণরা যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তার উপর জোর দেন এবং শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা লালন করার জন্য ইউল্যাবের প্রশংসা করেন।

প্রধান অতিথির বক্তৃতায় ফিলিপাইনের রাষ্ট্রদূত এলান এল ডেনিয়েগা বলেন, বিভিন্ন সংস্কৃতির মধ্যে সুরেলা সহাবস্থান সমাজকে উপকৃত করতে পারে। এর মাধ্যমে আমরা আমাদের পার্থক্যগুলি আবিষ্কার করার মধ্যে আনন্দ খুঁজে পেতে পারি।