ঢাবির ‘ঘ’ ইউনিটের প্রশ্ন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া শিক্ষার্থীদের

  • ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ভর্তি পরীক্ষা

ভর্তি পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষে সমাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রশ্ন নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন ভর্তিচ্ছুরা। ‘ঘ’ ইউনিটে প্রতি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিয়েছেন ৫৮ জন শিক্ষার্থী।

শনিবার (৪ জুন) সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত (দেড় ঘণ্টা) এ পরীক্ষা চলে। ঢাকা ও ঢাকার বাইরে সাতটি বিভাগীয় শহরে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ ইউনিটে এক হাজার ৩৩৬টি আসনের বিপরীতে মোট আবেদনকারীর সংখ্যা এক লাখ ৭৮ হাজার ২৯ জন।

বিজ্ঞাপন

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সঙ্গে কথা হলে তারা জানায়, প্রশ্ন মিশ্র মন্তব্য প্রকাশ করে। ঢাকা কলেজের শিক্ষার্থী পারভেজ রায়হান বলে, গতবারের চেয়ে এবার প্রশ্ন অনেকটা কঠিন হয়েছে। তবে মতিঝিল আইডিয়াল কলেজের শিক্ষার্থী আদিবা বলেন, প্রশ্ন গতানুগতিক হয়েছে। খুব একটা কঠিন হয়নি। এছাড়াও বেশ কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা হলে প্রশ্ন নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সমাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ভর্তি পরীক্ষা শেষ এখন অপেক্ষার পালা ফলাফলের।

এর আগে, বেলা ১১টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনস্থ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। তিনি সাংবাদিকদের জানান, পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে।

বিজ্ঞাপন

‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। এমসিকিউ পরীক্ষা ৪৫ মিনিট এবং লিখিত পরীক্ষা ৪৫ মিনিট অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত শুক্রবার (৩ জুন) সকালে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের মাধ্যমে ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু করে ঢাবি। আজকের পর ১৭ জুন চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের সাধারণ জ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে।