কুবির গেইটের সামনে একাত্তর টেলিভিশনের গাড়ি ভাঙচুর

  • কুবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রধান ফটক সংলগ্ন এটিএম বুথের সামনে রাখা বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন একাত্তর টিভির গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।

সোমবার (১৩ জুন) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

জানা যায়, কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য আসা একাত্তর টিভির সংবাদকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গাড়ি রেখে ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করেন। তখন কিছু লোক এসে গাড়ি মূল ফটকের সামনে থেকে সরাতে বলেন। তারা গাড়ি সরিয়ে এটিএম বুথের সামনে রাখলে সেখানে ভাঙচুরের এই ঘটনাটি ঘটে।

এ ব্যাপারে একাত্তর টিভির সংবাদ কর্মী তানিয়া রহমান বলেন, আমি ক্যাম্পাসের ভেতরে ছিলাম। এর মধ্যে কিছু ছেলে গেইট থেকে আমাদের গাড়ি সরিয়ে নিতে বলে ৷ এর কিছুক্ষণ পরই গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী উমর সিদ্দিকী রানা বলেন, যে ঘটনা ঘটেছে তা কাম্য নয়। তদন্ত করে এই বিষয়ে কে বা কারা জড়িত তা জেনে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।