ত্রয়োদশ পল্লীকবি আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন জাবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীমউদ্দিন হল ডিবেটিং ক্লাবের উদ্যোগে ত্রয়োদশ পল্লীকবি আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা-১৪২৭ অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া বিতর্ক অঙ্গনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ডিবেটিং সোসাইটি অব ইকোনমিকস।
শনিবার (৩০ জুলাই) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীমউদ্দিন হল মাঠ প্রাঙ্গণে কবি জসিমউদদীন হল ডিবেটিং ক্লাবের উদ্যোগে তিন দিনব্যাপী এ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান।
ড. আতিউর রহমান বলেন, এ দেশের সমস্ত বিপ্লবী আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সেই ধারাবাহিকতা রক্ষা করতে হবে। আমাদের যে তারুণ্যের শক্তি আছে সেটিকে কাজে লাগাতে হবে। কারণ সমাজ পরিবর্তন হয় তারুণ্যের হাত ধরেই। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার বাইরেও একটা জগৎ আছে। সেখানে আমাদের জীবনের একটা বিশ্ব পাঠক্রম রয়ে গেছে। বিতর্কের মাধ্যমে আমাদের মনজগতকে বিস্তৃত করতে হবে। কেননা বিতর্ক আমাদের শেখায় যিনি আমার সমালোচনা করেন তিনি আমার শত্রু নয়, বন্ধু।
জসিমউদদীন হল ডিবেটিং ক্লাবের সভাপতি সাব্বির আহাম্মেদ তন্ময়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম কামরুল ইসলামের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড আবদুল বাছির, কাষ্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকার (উত্তর) অতিরিক্ত কমিশনার ড. মোহাম্মদ তাজুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি শেখ মো. আরমানসহ আরও অনেকেই।