চবির শাটল ট্রেনের চালককে অপহরণ!

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনের চালককে অপহরণের অভিযোগে উঠেছে। যার ফলে বন্ধ রয়েছে শাটল ট্রেন।

সোমবার (১ আগস্ট) সকালে শহরের ঝাউতলা স্টেশনে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বিষয়টি বার্তা২৪.কম-কে নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন।

তিনি বলেন, সকাল সাড়ে সাতটার দিকে শহরের বটতলী স্টেশন থেকে ছেড়ে যাওয়া বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন ঝাউতলা পৌঁছালে সেখানে লোকমাস্টারকে (চালক) অপরহণ করা হয়েছে শুনেছি। ফলে বিশ্ববিদ্যালয়ে শাটল যেতে পারেনি।

বিজ্ঞাপন

সদ্য ঘোষিত ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি নিয়ে এই ঘটনা হতে পারে বলে মনে করছেন ওসি।