বেরোবি ছাত্রলীগের সভাপতি পোমেল, সাধারণ সম্পাদক শামীম

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

বেরোবি ছাত্রলীগের সভাপতি পোমেল, সাধারণ সম্পাদক শামীম

বেরোবি ছাত্রলীগের সভাপতি পোমেল, সাধারণ সম্পাদক শামীম

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ছাত্রলীগের কমিটি বিলুপ্তির ৯ মাস পর নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে পোমেল বড়ুয়াকে সভাপতি ও মাহফুজুর রহমান শামীমকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।

রোববার (৩১ জুলাই) রাত ১১টার দিকে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল-নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এ কমিটির অনুমোদন দেন।

বিজ্ঞাপন

নবগঠিত কমিটির অন্যরা হলেন— সহ-সভাপতি ফজলে রাব্বী, রেজওয়ান-উল-আনাম তন্ময়, তানভীর আহমেদ , জাহাঙ্গীর আলম , নাজমুল হক শুভ , শামীম আহমেদ, রকিবুল হাসান রুপম, রেজাউল করিম শাকিল , আবদুল্লাহ আল নোমান খান, লুবনা হক মিমি, আব্দুস সালাম , সামিউল রেজা রিমন , মাহবুব , আরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো: মারুফ হোসেন ভূঁইয়া, সুব্রত ঘোষ, মোস্তফা কামাল, এমরান চৌধুরী আকাশ, কাওসার আহমেদ শাওন, আবদুল্লাহ আল মোমিন, সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন এলিট, ধনঞ্জয় কুমার দাস (টগর) , নেছার উদ্দীন , মিনহাজুল ইসলাম মানিক ও ঐশি ইসলাম।

এছাড়াও কেন্দ্রীয় কমিটির সদস্য হয়েছেন শাওন আহমেদ শুভ, মামুনুর রশিদ মামুন ও অমৃত কুমার ঘোষ।

বিজ্ঞাপন

নবগঠিত কমিটির সভাপতি পোমেল বড়ুয়া বিগত বেরোবি ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন কমিটির সহ-সম্পাদক এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শামীম বেরোবি ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন কমিটির সাহিত্য বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন।

প্রসঙ্গত, গত বছরের ২২ নভেম্বর দীর্ঘ ৪ বছর পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছিল কেন্দ্রীয় ছাত্রলীগ। পরে ওই বছরের ২৪ শে ডিসেম্বর নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের জীবন বৃত্তান্ত সংগ্রহ করে কেন্দ্রীয় দায়িত্ব প্রাপ্ত ছাত্রলীগের নেতৃবৃন্দ।