রাবির ইংরেজি ও চারুকলার পরীক্ষা ১২ আগস্ট

  • রাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও স্নাতক শ্রেণির মানবিক অনুষদভুক্ত 'এ' ইউনিটের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ইংরেজি বিভাগের লিখিত পরীক্ষা আগামী ১২ আগস্ট সকাল ৯টা থেকে ১০টায় এবং একইদিন বেলা ১১টা থেকে ১২টায় চারুকলা অনুষদের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া সংগীত ও নাট্যকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষার সময় আগামী ৭ আগস্ট জানানো হবে।

বৃহস্পতিবার (৪ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্যটি জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এতে বলা হয়, ইংরেজি বিভাগের লিখিত পরীক্ষা ১২ আগস্ট সকাল ৯টা থেকে ১০টা এবং চারুকলা অনুষদের ব্যবহারিক পরীক্ষা একই দিন ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এছাড়াও সংগীত ও নাট্যকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা আগামী ১১, ১২, ১৪ এবং ১৬ আগস্ট অনুষ্ঠিত হবে। সংগীত ও নাট্যকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষার সময় আগামী ৭ আগস্ট জানানো হবে।

এর আগে, রাবির ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের 'এ', 'বি' এবং 'সি' তিন ইউনিটের ভর্তি পরীক্ষা যথাক্রমে গত ২৬, ২৭ এবং ২৫ জুলাই অনুষ্ঠিত হয়। পরে তিন ইউনিটেরই ভর্তি পরীক্ষার ফল গত ২ আগস্ট প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন